হাওড়া লোকাল ট্রেনশনিবার রাত থেকে শুরু করে রবিবার সকাল পর্যন্ত হাওড়া ডিভিশনে বাতিল থাকছে বহু লোকাল ট্রেন। মোট দু'দফায় একাধিক লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এবং এস অ্যান্ড টি রক্ষণাবেক্ষণের কাজের জন্য দিনের বেলায় ব্লকের প্রয়োজন হবে। যার জেরে কোন কোন ট্রেন বাতিল থাকছে, দেখে নেওয়া যাক।
| দিন | কোন রুট | ট্রেনের টাইম |
| রবিবার | হাওড়া-শেওড়াফুলি লোকাল | ১১.৫২ সকাল |
| রবিবার | হাওড়া- ব্যান্ডেল লোকাল | ১.২৫ দুপুর |
| রবিবার | হাওড়া-আরামবাগ লোকাল | ১২.১৫ দুপুর |
| রবিবার | হাওড়া-বর্ধমান লোকাল | ১০.১৭ সকাল |
| রবিবার | ব্যান্ডেল-হাওড়া লোকাল | ১২.৩০ দুপুর |
| রবিবার | ব্যান্ডেল-কাটোয়া লোকাল | ১২.১৫ দুপুর |
| রবিবার | বর্ধমান-হাওড়া লোকাল | ১০.০৫ সকাল |
| রবিবার | শেওড়াফুলি-হাওড়া লোকাল | ১২.৩৫ দুপুর |
| রবিবার | আরামবাগ-হাওড়া লোকাল | ২.৫০ দুপুর |
| রবিবার | আরামবাগ-তারকেশ্বর লোকাল | ৩.৫২ দুপুর |
| রবিবার | কাটোয়া-ব্যান্ডেল লোকাল | ১.০০ দুপুর |
এছাড়াও, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন লিমিটে আপ নৈহাটি লাইনে পয়েন্ট নং ২৬৮বি/২৬৯এ (কিমি ৩৯/১-৩)-তে ডায়মণ্ড ক্রশিং-এর নবীকরণ কাজের জন্য শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত একাধিক ট্রেন বাতিল থাকবে।
| দিন | কোন রুট | টাইম |
| শনিবার | নৈহাটি-ব্যান্ডেল লোকাল | ১১.৫৮ রাত |
| শনিবার | ব্যান্ডেল-হাওড়া লোকাল | ৯.৪৫ রাত |
| শনিবার | ব্যান্ডেল-নৈহাটি লোকাল | ১১.২৫ রাত |
| শনিবার | হাওড়া-ব্যান্ডেল লোকাল | ১১.১৫ রাত |
| রবিবার | নৈহাটি-ব্যান্ডেল লোকাল | ৪.৪০ ভোর |
| রবিবার | ব্যান্ডেল-নৈহাটি লোকাল | ৪.১০ ভোর |
অন্যদিকে, হাওড়া ডিভিশনেই ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মোট ১০ দিন পর্যায়ক্রমে ২১০ মিনিটের ট্রাফিক ব্লক করা হবে।
এছাড়াও, ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকছে বেশ কয়েকটি ট্রেন। বাতিল করা হয়েছে-
পাশাপাশি, ৩৭৯২৪ কাটোয়া-হাওড়া লোকাল দুপুর ২টো ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টে ৪৫-এ কাটোয়া থেকে ছাড়বে।