Mobile Phone Restriction At Puri Temple: জগন্নাথ মন্দিরের অন্দরে এবার মোবাইল ফোন ব্যবহারে লাগাম টানতে চলেছে মন্দির প্রশাসন। শনিবার সন্ধ্যায় ‘ছাতিসা নিজোগ’-এর বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) মুখ্য প্রশাসক অরবিন্দ কুমার পাধী সাংবাদিকদের জানান, প্রথম ধাপে পুলিশ, মন্দিরের কর্মী ও আধিকারিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে। পরবর্তী পর্যায়ে তা প্রয়োগ করা হবে সেবায়েতদের উপরেও।
“জরুরি প্রয়োজনে বা গুরুত্বপূর্ণ কোনও বার্তা পাঠানোর দরকার হলে নির্দিষ্ট স্থানে গিয়ে মোবাইল ব্যবহার করা যাবে,” বলেন পাধী। তিনি স্পষ্ট জানান, “মন্দিরের মধ্যে যত্রতত্র মোবাইল ব্যবহার করা যাবে না। কেউ নিয়মভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সাধারণ ভক্তদের ক্ষেত্রে মন্দিরে মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে প্রবেশ করাই এখন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে কিছু পুলিশ আধিকারিক ও সেবায়েতদের বিশেষ অনুমতি ছিল যোগাযোগের প্রয়োজন মেটানোর জন্য।
এই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘কার্তিক’ মাসের পর পরীক্ষামূলকভাবে সারিবদ্ধ দর্শনের (queue-based darshan) ব্যবস্থা চালু করা হবে। মন্দিরের সেই মাসের পূজার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।
পাধী জানান, ২০১১ ও ২০২১ সালে এমার মঠ থেকে উদ্ধার হওয়া ৫০০-রও বেশি রূপার ইঁট রাজ্য সরকারের অনুমতিতে মন্দিরে স্থানান্তরের প্রস্তাবও এই বৈঠকে গৃহীত হয়েছে। “আমরা আশাবাদী, খুব শীঘ্রই এই রূপার ইঁটগুলো এসজেটিএ-র হাতে তুলে দেওয়া হবে,” মন্তব্য তাঁর।