Moto G06 Power: এত বড়! এক চার্জেই ৩ দিন চলবে এই বাজেট ফোন, দাম অবিশ্বাস্য

ভারতে Moto G06 Power লঞ্চ করল Motorola। শুরুতেই জানিয়ে রাখি, এই ফোনের ব্যাটারি ৭,০০০ mAh এর। হ্যাঁ, যেখানে বেশিরভাগ স্মার্টফোনেরই ৫ বা বড়জোড় ৬ হাজার mAh এর ব্যাটারি থাকে, সেখানে ৭ হাজার নিঃসন্দেহে একটা ব্যাতিক্রমী ব্যাপার।

Advertisement
এত বড়! এক চার্জেই ৩ দিন চলবে এই বাজেট ফোন, দাম অবিশ্বাস্যMoto G06 Power
হাইলাইটস
  • ভারতে Moto G06 Power লঞ্চ করল Motorola।
  • শুরুতেই জানিয়ে রাখি, এই ফোনের ব্যাটারি ৭,০০০ mAh এর।
  • ৭ হাজার নিঃসন্দেহে একটা ব্যাতিক্রমী ব্যাপার।

ভারতে Moto G06 Power লঞ্চ করল Motorola। শুরুতেই জানিয়ে রাখি, এই ফোনের ব্যাটারি ৭,০০০ mAh এর। হ্যাঁ, যেখানে বেশিরভাগ স্মার্টফোনেরই ৫ বা বড়জোড় ৬ হাজার mAh এর ব্যাটারি থাকে, সেখানে ৭ হাজার নিঃসন্দেহে একটা ব্যাতিক্রমী ব্যাপার। সেই সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাবেন। বেস মডেলের দাম ৭,৪৯৯ টাকা। ফলে কম দামে যাঁরা লং লাস্টিং ব্যাটারি চাইছেন, তাঁদের জন্য এই ফোন একটি ভাল অপশন। আসুন এক নজরে এই ফোনের ফিচার্স এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Motorola Moto G06 Power Specification 
মোটোরোলার এই ফোনে ৬.৮৮ ইঞ্চি HD+ ডিসপ্লে পাবেন। রিফ্রেশ রেট ১২০Hz। পিক ব্রাইটনেস ৬০০ নিট। গরিলা গ্লাস থ্রি পাবেন। ফলে চট করে ভেঙে যাওয়ার ভয় নেই।  

৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। 
मोटोरोला ने लॉन्च किया बजट स्मार्टफोन (Photo: Motorola)

মটোরোলার এই বাজেট ফোনটি 4G সাপোর্ট পাবেন। তবে দুঃখের বিষয় হল এতে 5G সাপোর্ট পাবেন না। ফলে 5G সাপোর্ট চাইলে এই ফোন আপনার জন্য নয়। এটা এই ফোনের একটু ডাউন সাইড বলা যেতে পারে।
বেশিরভাগ স্মার্টফোনেই এখন 5G সাপোর্ট অফার করে। ফলে স্মার্টফোন কোম্পানিগুলির এই দামে এখন 5G ফোন লঞ্চ করার বিষয়ে বিবেচনা করা উচিত।

তবে, ভাল বিষয়টি হল, ফোনটিতে IP64 রেটিং রয়েছে। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হবে না। তবে টুকটাক জলের ঝাপটা থেকে বাঁচবে। বৃষ্টিতে নিয়ে বের হলে চট করে নষ্ট হয়ে যাবে না।

Moto G06 Power এ MediaTek Helio G81 Extreme চিপসেট রয়েছে। মেমোরি কার্ডও সাপোর্ট করে। স্টোরেজ 1TB পর্যন্ত বাড়াতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসাবে Android 15 রয়েছে।

Moto G06 তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কোম্পানির দাবি, এতে গুগল জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট রয়েছে।

Moto G06 Power এর ব্যাটারিই এর সবচেয়ে বড় ইউএসপি। রয়েছে 7,000mAh ব্যাটারি এবং 18W চার্জিং সাপোর্ট। তবে একটু স্লো চার্জিং। বাজেট ফোন হিসাবে ব্যাটারি সত্য়িই আকর্ষণীয়। কোম্পানির দাবি একবার ফুল চার্জে ৬৫ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাবেন।

Advertisement

বাক্সে চার্জারও পাবেন। ভেগান লেদার ফিনিশ। দু'টি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে। ১১ অক্টোবর থেকে ফ্লিপকার্ট এবং মটোরোলা সহ বিভিন্ন রিটেল স্টোরেও পাবেন।

POST A COMMENT
Advertisement