শেয়ার বাজারটালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় শেয়ার বাজার। গত সপ্তাহেও তীব্র উত্থান পতনের সাক্ষী থেকেছে দালাল স্ট্রিট। দেশের বৃহত্তম কোম্পানিগুলির উপর এর প্রভাব বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। বাজারের পতনের জেরে বোম্বে স্টক এক্সচেঞ্জের ৩০-শেয়ারের সেনসেক্সে প্রথম ১০টির মধ্যে ৮টি কোম্পানিরই মার্কেট ক্যাপ কমেছে। কিন্তু, বাজারের এই খারাপ সময়ের মধ্যেও মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। মাত্র ৫ দিনেই বিনিয়োগকারীদের ২০,০০০ কোটি টাকারও বেশি আয় দিয়েছে রিলায়েন্স।
গত সপ্তাহে শেয়ার বাজারে সেনসেক্সের সেরা ১০টি কোম্পানির মধ্যে ৮টিরই বাজার মূলধন ৭৯,১২৯.২১ কোটি টাকা কমেছে। পাশাপাশি, গত সপ্তাহেই BSE সেনসেক্স ৪৪৪.৭১ পয়েন্ট বা ০.৫১ শতাংশ কমেছে। এই পাঁচ দিনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বাজাজ ফাইন্যান্স এবং ICICI ব্যাঙ্ক। এছাড়াও, HDFC ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, TCS, SBI, ইনফোসিস এবং LIC-এর শেয়ারও গত এক সপ্তাহে ভয়ঙ্কর ভাবে ক্ষতির মুখে পড়েছে।
রিলায়েন্সের বৃদ্ধি কত হল?
মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ভ্যালু গত এক সপ্তাহে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। মাত্র পাঁচ দিনেই ২১,০৫,৬৫২.৭৪ কোটি টাকায় পৌঁছেছে রিলায়েন্সের মার্কেট ভ্যালু। এক সপ্তাহ আগের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে, শেষ পাঁচ দিনে এই শেয়ার থেকে বিনিয়োগকারীরা ২০,৪৩৪.০৩ কোটি টাকার লাভ করেছেন।
বি.দ্র: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। এই প্রতিবেদনটি তথ্যভিত্তিক মাত্র। এখানে বিনিয়োগের কোনও উপদেশ বা পরামর্শ দেওয়া হয়নি। শেয়ার বাজারে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।