Multibagger Stocks: ৭০০০% রিটার্ন! এক বছরে মাল্টিব্যাগার হয়ে উঠেছে এই ৫ স্টক

শেয়ার বাজারে বিনিয়োগ মানেই ঝুঁকি; এই ধারণা ঠিক নয়। আসলে স্টকে বিনিয়োগের আগে তা নিয়ে নিজের পড়াশোনা করা খুব প্রয়োজন। নিয়মিত বাজার পর্যবেক্ষণ, বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করাও জরুরি। আর সেটা করলেই মাঝেমধ্যেই এমন কিছু শেয়ার মেলে, যা সব হিসাব ওলটপালট করে দেয়।

Advertisement
৭০০০% রিটার্ন! এক বছরে মাল্টিব্যাগার হয়ে উঠেছে এই ৫ স্টকমাঝেমধ্যেই এমন কিছু শেয়ার মেলে, যা সব হিসাব ওলটপালট করে দেয়।
হাইলাইটস
  • শেয়ার বাজারে বিনিয়োগ মানেই ঝুঁকি; এই ধারণা ঠিক নয়।
  • আসলে স্টকে বিনিয়োগের আগে তা নিয়ে নিজের পড়াশোনা করা খুব প্রয়োজন।
  • । নিয়মিত বাজার পর্যবেক্ষণ, বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করাও জরুরি।

শেয়ার বাজারে বিনিয়োগ মানেই ঝুঁকি; এই ধারণা ঠিক নয়। আসলে স্টকে বিনিয়োগের আগে তা নিয়ে নিজের পড়াশোনা করা খুব প্রয়োজন। নিয়মিত বাজার পর্যবেক্ষণ, বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করাও জরুরি। আর সেটা করলেই মাঝেমধ্যেই এমন কিছু শেয়ার মেলে, যা সব হিসাব ওলটপালট করে দেয়। ২০২৫ সালে তেমনই কয়েকটি স্টক বিনিয়োগকারীদের কার্যত কোটিপতি বানিয়ে দিয়েছে। এক বছরেরও কম সময়ে কোথাও ৩ হাজার শতাংশ, কোথাও আবার ৭ হাজার শতাংশের বেশি রিটার্ন মিলেছে। এই পরিসংখ্যান চোখ কপালে তোলার মতোই।

চলতি বছরে বাজারে অস্থিরতা কম ছিল না। নিফটি ও সেনসেক্স মিলিয়ে বার্ষিক বৃদ্ধির হার ১০ শতাংশের আশপাশেই ঘোরাফেরা করেছে। মিডক্যাপ সূচকেও তেমন বড় উত্থান দেখা যায়নি। অথচ এই সামগ্রিক চিত্রের মাঝেই কয়েকটি নির্দিষ্ট শেয়ার নজিরবিহীন উত্থান ঘটিয়েছে।

সবচেয়ে বেশি চমক দিয়েছে RRP Semiconductor। বছরের শুরুতে যেখানে শেয়ারের দাম ছিল প্রায় ১৫০ টাকা, সেখানে বছরের শেষে তা ১১ হাজার টাকা ছুঁয়েছে। প্রায় ৭,৪০০ শতাংশ রিটার্নে এই সংস্থা এখন মাল্টিব্যাগার তালিকার শীর্ষে।

এর পরেই রয়েছে Swadeshi Industries। মাত্র কয়েক টাকার শেয়ার থেকে তিন অঙ্কে পৌঁছে এই স্টক দিয়েছে প্রায় ৪,৯০০ শতাংশ রিটার্ন। বিদেশি বাণিজ্য চুক্তির খবর প্রকাশ্যে আসার পরই এই শেয়ারে আগুন লেগে যায়।

RRP Defence, যা আগে ইউরো এশিয়া এক্সপোর্টস নামে পরিচিত ছিল, তার রিটার্নও প্রায় ৪,৭০০ শতাংশ। প্রতিরক্ষা ক্ষেত্র ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ এই উত্থানের অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে।

Midwest Gold এবং Swan Defence & Heavy Industries; এই দুই শেয়ারও যথাক্রমে প্রায় ৩,৯০০ ও ৩,০০০ শতাংশের বেশি রিটার্ন দিয়ে তালিকায় জায়গা করে নিয়েছে। স্বল্প মূলধনের এই সংস্থাগুলির শেয়ারেই মিলেছে সবচেয়ে বড় চমক।

তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করাচ্ছেন, অতীতের রিটার্ন ভবিষ্যতের নিশ্চয়তা নয়। মাল্টিব্যাগারের মোহে বিনিয়োগের আগে সংস্থার আর্থিক ভিত, ব্যবসার ধরন ও ঝুঁকির দিকটি খতিয়ে দেখা জরুরি।

Advertisement

(দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)

POST A COMMENT
Advertisement