উত্তরবঙ্গ থেকে ভলভো চালু।-ফাইল ছবিSiliguri To Digha Volvo Service: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে দীর্ঘদিন ধরেই বেসরকারি বাস সংস্থাগুলির সঙ্গে কঠিন প্রতিযোগিতায় পড়তে হচ্ছিল। ভাড়া তুলনায় কম হলেও পরিষেবার দিক থেকে পিছিয়ে পড়ছিল সরকারি এই সংস্থা। তাই পরিস্থিতি বদলাতে এনবিএসটিসি পরিষেবায় নতুন উদ্যোগ নিতে শুরু করে। সেই উদ্যোগের অংশ হিসেবেই দিঘা পর্যন্ত স্লিপার ভলভো চালানোর অনুমতি চাওয়া হয়েছিল রাজ্যের কাছে। অবশেষে সেই প্রস্তাবে সাড়া মিলেছে। ছ’টি নতুন স্লিপার ভলভো কেনার অনুমোদন দিয়েছে পরিবহণ দপ্তর। এর ফলে রাজ্যে প্রথমবার সরকারি স্লিপার ভলভো পরিষেবা শুরু হতে চলেছে।
ছ’টি বাস কেনার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১১ কোটি টাকা। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছরের শুরুতেই নতুন বাসগুলি রাস্তায় নামতে পারে। নিগম সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি বাসের খরচ পড়বে প্রায় এক কোটি আশি থেকে নব্বই লক্ষ টাকার মধ্যে। আগামী সপ্তাহেই ভলভো সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়ার প্রস্তুতি চলছে। তবে যাত্রী ভাড়া এখনও নির্দিষ্ট হয়নি।
কারণ, রাজ্যে সরকারি স্তরে আগে কোনওদিন স্লিপার ভলভো পরিষেবা চালু হয়নি। এজন্য এনবিএসটিসি একটি প্রাথমিক ভাড়ার তালিকা তৈরি করেছে। তা অনুমোদনের জন্য পাঠানো হবে পরিবহণ দপ্তরের কাছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। চলতি বছর মে মাসে নিগম দিঘা-সহ কয়েকটি রুটে ভলভো পরিষেবা শুরু করেছিল। নতুন স্লিপার ভলভোগুলিও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে কলকাতা হয়ে দিঘা পর্যন্ত চালানোর পরিকল্পনা রয়েছে।
তবে রায়গঞ্জ ও মালদা রুট এখনও তালিকায় নেই। সাধারণ ভলভো পরিষেবায় এই দুই রুটে যাত্রী তুলনায় কম থাকায় আর্থিক লাভ হয়নি বলে জানাচ্ছে নিগম। অপর দিকে শিলিগুড়িতে সারা বছরই পর্যটকের ভিড় থাকে। তাই সেখানে অতিরিক্ত পরিষেবা চালানোর সম্ভাবনা বেশি। বেসরকারি সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন বাসে বেশ কিছু অতিরিক্ত সুবিধা দেওয়ার কথাও ভাবা হচ্ছে। ওয়াই-ফাই, বড় ডিসপ্লে টিভি, আরামদায়ক অভ্যন্তরীণ সাজ-সহ আরও কিছু আধুনিক পরিষেবা যুক্ত করা হতে পারে।
এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই সংবাদমাধ্যমকে জানান, স্লিপার ভলভো কিনতে রাজ্যের অনুমোদন মিলেছে। এখন যত দ্রুত সম্ভব পরিষেবা চালু করার লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।