মাসে ১০ হাজার টাকা সুদ পেতে হলে ঠিক কত টাকা FD করতে হবে?SBI FD Calculator: ঘরে বসে মাসে ১০ হাজার টাকা নিশ্চিত ইনকাম; শুনতে অবাক লাগলেও বিষয়টি আদৌ অসম্ভব নয়। চাকরি বা ব্যবসার বাইরে থেকেও নিয়মিত সুদের টাকা পাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। মাসের সংসার খরচের অন্তত একটা অংশ যদি সুদের টাকায় উঠে আসে, তা হলে চাপ অনেকটাই কমে। সেই লক্ষ্য পূরণের সবচেয়ে সহজ এবং পরিচিত উপায় হল Fixed Deposit বা FD। প্রশ্ন একটাই; মাসে ১০ হাজার টাকা সুদ পেতে হলে ঠিক কত টাকা FD করতে হবে?
এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র একটি বিশেষ প্রকল্প হল ৪৪৪ দিনের ‘Amrit Vrishti Scheme’। এই স্কিমে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৬.৪৫ শতাংশ। আর যাঁরা Senior Citizen, তাঁদের ক্ষেত্রে সুদের হার ৬.৯৫ শতাংশ। এখানে ধরে নেওয়া হচ্ছে, সুদ বছরে চক্রবৃদ্ধি হারে জমা হচ্ছে। এই সুদের হার ধরেই হিসেব কষা যাক।
প্রথমে সাধারণ গ্রাহকদের কথা ধরা যাক। মাসে ১০ হাজার টাকা মানে বছরে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা সুদ আয় করতে হবে। এখন যদি সুদের হার ৬.৪৫ শতাংশ হয়, তা হলে বছরে এই পরিমাণ সুদ পেতে মূলধন হিসেবে প্রয়োজন হবে আনুমানিক ১৮.৬ লক্ষ টাকা। অর্থাৎ, প্রায় ১৮ লক্ষ ৬০ হাজার টাকা SBI-র এই নির্দিষ্ট FD স্কিমে বিনিয়োগ করতে হবে।
এই টাকা যদি ৪৪৪ দিনের জন্য, অর্থাৎ প্রায় ১.২২ বছর SBI Fixed Deposit-এ রাখা হয়, তা হলে ম্যাচিউরিটির সময় মোট টাকার অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ২০ লক্ষ টাকার কাছাকাছি। এই সময়ে সুদ যোগ হবে আনুমানিক ১.৪ লক্ষ টাকার মতো। ম্যাচিউরিটির এই মোট অঙ্ককে যদি ১২ মাসে ভাগ করা হয়, তা হলে মাসিক গড় আয় দাঁড়ায় প্রায় ১১ থেকে ১২ হাজার টাকার সমান। অর্থাৎ, মাসে ১০ হাজার টাকার টার্গেট এই ক্ষেত্রে পূরণ হয়ে যায়।
Senior Citizen দের ক্ষেত্রে ছবিটা কিছুটা আলাদা। কারণ, এখানে সুদের হার বেশি; ৬.৯৫ শতাংশ। এই হারে বছরে ১ লক্ষ ২০ হাজার টাকা সুদ পেতে প্রয়োজন হবে আনুমানিক ১৭.২ থেকে ১৭.৫ লক্ষ টাকার মধ্যে মূলধন। এই টাকা ৪৪৪ দিনের জন্য FD-তে রাখলে ম্যাচিউরিটির সময় মোট অঙ্ক পৌঁছতে পারে প্রায় ১৯ লক্ষ টাকার কাছাকাছি। এই ক্ষেত্রেও মাসিক হিসেবে ধরলে ১০ হাজার টাকার বেশি আয় করা সম্ভব।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। FD থেকে পাওয়া সুদের উপর কর দিতে হয়। যাঁদের বার্ষিক আয় করযোগ্য সীমার মধ্যে পড়ে, তাঁদের ক্ষেত্রে TDS কাটা হতে পারে। ফলে হাতে পাওয়া মাসিক টাকার অঙ্ক কিছুটা কমতেও পারে। তাই বিনিয়োগের আগে এই করের হিসেবও মাথায় রাখা দরকার।
সব মিলিয়ে বলা যায়, অনিশ্চিত বাজার পরিস্থিতিতে Fixed Deposit আজও মধ্যবিত্তের কাছে ভরসার জায়গা। শেয়ারবাজারের ওঠানামা, ব্যবসার ঝুঁকি কিংবা চাকরির অনিশ্চয়তার মাঝে নিশ্চিত রিটার্নের আকর্ষণ অস্বীকার করা যায় না। তবে ঘরে বসে মাসে ১০ হাজার টাকা ইনকাম করতে চাইলে বড় অঙ্কের সঞ্চয় প্রয়োজন। সেই সঞ্চয়ের পথ ঠিক করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।