আধার পরিষেবাকে আরও সহজলভ্য ও আধুনিক করতে শীঘ্রই আসছে নতুন আধার অ্যাপ। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর সিইও ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, অ্যাপটির পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আগামী ২-৩ মাসের মধ্যেই এটি চালু করা হবে।
অ্যাপের বিশেষ বৈশিষ্ট্য
নতুন আধার অ্যাপে থাকবে পরিচয় ভাগাভাগি করার বিশেষ সুবিধা। আধার কার্ডধারীর অনুমতি নিয়েই তথ্য শেয়ার করা যাবে। এতদিন আধার-সংক্রান্ত কাজে ফটোকপি জমা দিতে হলেও নতুন অ্যাপ চালু হলে সেই প্রক্রিয়া হবে সম্পূর্ণ ডিজিটাল। এতে সময় বাঁচবে এবং জালিয়াতির সম্ভাবনাও কমবে।
মোবাইল নম্বর আপডেট প্রক্রিয়া
UIDAI সিইও জানান, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর পরিবর্তন করা গেলেও এটি একটি সংবেদনশীল প্রক্রিয়া। এজন্য শুধুমাত্র আধার সেন্টারেই নম্বর আপডেট করা যাবে। সেখানে যেতে হবে আধারধারীকে নিজে, এবং বায়োমেট্রিক প্রমাণীকরণ সম্পন্ন করার পরেই নতুন নম্বর রেজিস্টার করা হবে।
জাল আধার শনাক্তকরণ সহজ
ভুবনেশ্বর কুমার আরও জানান, জাল আধার কার্ড শনাক্ত করাও এখন সহজ। প্রতিটি আধার কার্ডে একটি কুইক রেসপন্স (QR) কোড থাকে, যা স্ক্যান করলে আসল আধার কার্ডের তথ্য সহজেই যাচাই করা সম্ভব।