
নতুন আধার অ্যাপ চালু করল UIDAI। মোবাইল নম্বর পরিবর্তন, ঠিকানা সংশোধন থেকে শুরু করে আধার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা এবার মিলবে একটি মাত্র অ্যাপেই।
সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন অ্যাপের উদ্বোধন করা হয়, যেখানে UIDAI-এর আধিকারিকরা অ্যাপটির বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন। তাঁদের দাবি, আধারধারীদের জন্য পরিষেবাগুলিকে আরও সহজ, নিরাপদ ও ব্যবহারবান্ধব করতেই এই নতুন উদ্যোগ।
এই নতুন আধার অ্যাপটি অফলাইন যাচাইকরণ ব্যবস্থার সঙ্গে যুক্ত। এখানে ‘অফলাইন’ বলতে ইন্টারনেট ছাড়া কাজ করা নয়, বরং কোনও কেন্দ্রীয় ডাটাবেসে সংযোগ না রেখেই আধার যাচাইকরণ সম্পন্ন করা বোঝানো হয়েছে। আগামী দিনে অফিস, আবাসন, এমনকি নিরাপত্তা পরীক্ষার ক্ষেত্রেও এই অ্যাপের মাধ্যমে আধারের সত্যতা যাচাই করা যাবে বলে জানানো হয়েছে। UIDAI স্পষ্ট করেছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে।
অ্যাপটির মাধ্যমে পরিচয় যাচাই আরও সহজ হবে
উপস্থিতি বা প্রবেশের যাচাই করা যাবে
নিরাপত্তা পরীক্ষায় সাহায্য মিলবে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই অ্যাপে আধারধারীর হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারবেন কোন তথ্য দেখাবেন আর কোন তথ্য লুকিয়ে রাখবেন।
UIDAI জানিয়েছে, নতুন আধার অ্যাপে ছবি, নাম, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য আড়াল করার সুবিধা থাকবে। এর জন্য অ্যাপে নির্বাচনযোগ্য চেকবক্স দেওয়া থাকবে, চেক বা আনচেক করেই তথ্য প্রকাশ বা গোপন করা যাবে।
অ্যাপটি খুললেই একটি QR কোড দেখা যাবে এবং আধার নম্বর ডিফল্টভাবে লুকানো থাকবে। প্রয়োজনে ক্লিক করে সম্পূর্ণ বিবরণ দেখা যাবে।
নতুন আধার অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS-দু’টি প্ল্যাটফর্মেই উপলব্ধ। যাঁরা ইতিমধ্যেই অ্যাপটি ব্যবহার করছেন, তাঁদের সর্বশেষ সংস্করণে আপডেট করার পরামর্শ দিয়েছে UIDAI।