Aadhaar App Mobile Number Update: আধার অ্যাপে কীভাবে আপডেট করবেন মোবাইল নম্বর, রইল স্টেপ বাই স্টেপ গাইড

নয়া আধার অ্যাপ চালু করেছে UIDAI। এর মাধ্যমে এবার ঘরে বসে সহজেই মোবাইল নম্বর আপডেট এবং যাচাই করা যাবে। রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি...

Advertisement
আধার অ্যাপে কীভাবে আপডেট করবেন মোবাইল নম্বর, রইল স্টেপ বাই স্টেপ গাইডপ্রতীকী ছবি
হাইলাইটস
  • ঘরে বসে সহজেই মোবাইল নম্বর আপডেট
  • UIDAI নিয়ে এল নয়া আধার অ্যাপ
  • রইল স্টেপ বাই স্টেপ গাইড

ব্যাঙ্কিং পরিষেবা, সরকারি প্রকল্প, মোবাইল নম্বর যাচাই, আয়কর ফাইলিং সহ বহু গুরুত্বপূর্ণ কাজে আধার ব্যবহার করা হয়। প্রায় সমস্ত অনলাইন পরিষেবার জন্য OTP-ভিত্তিক আধার যাচাইকরণের জন্য মোবাইল নম্বর অপরিহার্য। আধার নির্বিঘ্নে ব্যবহার করতে হলে, এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ও ইমেল আইডি সঠিক এবং সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। এই প্রথমবার UIDAI বড় উদ্যোগ নিয়ে এল। এবার নয়া আধার অ্যাপের মাধ্যমে ঘরে বসেই মোবাইল নম্বর আপডেট করা যাবে। জেনে নিন এর স্টেপ বাই স্টেপ গাইড...

আধারের নতুন অ্যাপে  স্বস্তি পাবেন আধার কার্ড হোল্ডাররা। গুরুত্বপূর্ণ আপডেট ডিজিটালি করার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে ‘মোবাইল নম্বর আপডেট’ আধার অ্যাপে করা যাবে সহজেই। এতদিন মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য আধার রেজিস্ট্রেশন কেন্দ্রে সরাসরি যেতে হত। তুন সুবিধার ফলে আধার অ্যাপ এখন আপডেট বিভাগের অধীনে একটি অ্য়াক্টিভ অপশন হিসাবে ‘মোবাইল নম্বর আপডেট’-এর সুবিধা দিচ্ছে।

আধারের সঙ্গে মোবাইল নম্বর ও ইমেল যাচাই করা কেন গুরুত্বপূর্ণ?
আধারের সঙ্গে মোবাইল নম্বর ও ইমেল আইডি যাচাই করা থাকলে সময়মতো OTP ও UIDAI-এর গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়া যায়। এটি আধারের অপব্যবহার রোধ করতেও সাহায্য করে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে। অনেক সরকারি ও আর্থিক পরিষেবার জন্য আধার-ভিত্তিক যাচাই বাধ্যতামূলক। যদি মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে অনলাইন আধার পরিষেবা ঠিকভাবে কাজ নাও করতে পারে।

আধার যোগাযোগের তথ্য যাচাই করার আগে কী কী প্রয়োজন?
> ১২ সংখ্যার আধার নম্বর

> যে মোবাইল নম্বরটি যাচাই করতে চান, সেটিতে অ্যাক্সেস

> একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ

মোবাইল নম্বরটি সক্রিয় হতে হবে, কারণ যাচাইয়ের সময় সেখানে OTP পাঠানো হবে।

নয়া অ্যাপে মোবাইল নম্বর আপডেট করার স্টেপ বাই স্টেপ গাইড
> অ্যাপ ওপেন করুন
> 'Services' ট্যাবে ক্লিক করুন
> 'Update Mobile Number' অপশনে ক্লিক করুন
> টেক্স বক্স ওপেন হবে। সেখানে নতুন মোবাইল নম্বর দিন
> OTP যাবে নয়া নম্বরে। সেটা দিয়ে ভেরিফাই করুন
> ফেসিয়াল রেকগনিশনও আপডেট করা যায়
> এর জন্য ৭৫ টাকা চার্জ দিতে হবে

Advertisement

আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ও ইমেল আইডি আপডেট ও যাচাই করা থাকলে গুরুত্বপূর্ণ পরিষেবায় কোনও বাধা আসে না। মাত্র কয়েক মিনিট সময় নিয়ে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করলে ভবিষ্যতের অনেক ঝামেলা এড়ানো যায় এবং আধার-ভিত্তিক সব পরিষেবা নির্বিঘ্নে উপভোগ করা যায়।

 

POST A COMMENT
Advertisement