নতুন অ্যাডভেঞ্চার বাইক BMW F 450 GS এর প্রোডাকশন মডেলের ঝলক দেখাল সংস্থা। ইতালির মিলানে শীঘ্রই EICMA মোটর শো 2025 শুরু হচ্ছে। তার ঠিক মুখেই বড় চমক দিল BMW। নতুন অ্যাডভেঞ্চার বাইক BMW F 450 GS এর প্রোডাকশন মডেলের ফার্স্ট লুক দেখাল সংস্থা। একেবারে তৈরি অবস্থায় বাইকটি দেখালেন BMW Motorrad এর সিইও মার্কাস ফ্লাশ।
ভারতে তৈরি
সবচেয়ে বড় বিষয়টি হল, বাইকটি ভারতেই তৈরি হবে। BMW ও TVS মোটর একসঙ্গে এই প্রোজেক্টে কাজ করছে। এমনিতেই বেশ কয়েক বছর ধরেই ভারতে এই দুই কোম্পানি কোল্যাব করছে। কম সিসির কয়েকটি বাইকও এনেছে। এবার ৪৫০ সিসি লিকুইড-কুল্ড প্যারালেল-টুইন ইঞ্জিন সহ এই নতুন বাইকটি বানানো হবে। ইঞ্জিনটির পাওয়ার প্রায় ৪৭ বিএইচপি। অর্থাৎ বেশ হাই টর্ক। তুমুল অ্যাক্সেলারেশন পাবেন।
ডিজাইনে র্যালি বাইকের লুক্স
BMW F 450 GS-এর ডিজাইন একেবারেই র্যালি বাইকের মতো। সামনে আপসাইড ডাউন ফর্ক, পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক। রয়েছে টিউবলেস স্পোকড রিম। সামনের চাকা ১৯ ইঞ্চি, পিছনের ১৭ ইঞ্চি। রয়েছে একটি ফ্ল্যাট, একটানা লম্বা সিট। একেবারে র্যালি বাইকের মতোই। এতে ভারতের এবড়ো-খেবড়ো রাস্তাতেও আরামসে চালাতে পারবেন।
আধুনিক প্রযুক্তিতে ভরপুর
এই বাইকে সব আধুনিক ফিচার থাকবে। যেমন,
অল-এলইডি লাইটিং সিস্টেম
রাইড মোড
কর্নারিং এবিএস ও ট্র্যাকশন কন্ট্রোল
৬.৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লে
এই বড় ডিসপ্লের কারণে অন্ধকারে বা পাহাড়ি রাস্তাতেও আরামসে চালানো যাবে।
আগের বছরই প্রথম শোকেস করা হয়েছিল
গত বছর EICMA 2024-এ বাইকটি প্রথম দেখানো হয়েছিল। তবে সেটা কনসেপ্ট মডেল হিসেবে। তখন থেকেই এটি নিয়ে বাইকপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে। ২০২৫ সালের শোতে তার প্রোডাকশন মডেল নিয়ে এল BMW।
ভারতে লঞ্চ কবে?
সবকিছু ঠিকঠাক থাকলে, ভারতে ২০২৬ সালের সেকেন্ড হাফে BMW F 450 GS লঞ্চ হতে পারে। দাম ৫ লক্ষ টাকার নিচেই (এক্স-শোরুম) হবে বলে মনে করা হচ্ছে। ৫ লক্ষ টাকা অনেক মনে হলেও, আজকাল অনেকেই এই রেঞ্জের বাইক নিচ্ছেন। মধ্যবিত্তরাও আজকাল ছোট গাড়ির বদলে অনেকে হাই রেঞ্জের বাইক নেন। তাঁদের জন্য এটি ভাল অপশন হতে পারে।
এই রেঞ্জ বা সেগমেন্টে অন্য অপশন কী?
Honda NX500
Royal Enfield Himalayan 450
Benelli TRK 502