New Voter List 2025: নতুন ভোটারদের নাম তোলার নিয়ম বদল, আধার বাধ্যতামূলক, কীভাবে আবেদন?

এবার থেকে নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হল আধার কার্ড। নিয়মেও বদল আনা হয়েছে। কীভাবে ভোটার তালিকায় নাম তুলবেন ফার্স্ট টাইম ভোটাররা? জেনে নিন পদ্ধতি...

Advertisement
নতুন ভোটারদের নাম তোলার নিয়ম বদল, আধার বাধ্যতামূলক, কীভাবে আবেদন?ভোটার লিস্টে নতুন ভোটাররা নাম তুলবেন কীভাবে?
হাইলাইটস
  • নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক
  • নিয়মেও বদল আনা হয়েছে ফার্স্ট টাইম ভোটারদের
  • কীভাবে এবং কবে থেকে আবেদন করবেন?

SIR প্রক্রিয়ার মাঝেই এবার নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। আর অফলাইনে নয়, এবার থেকে অনলাইনেই নতুন ভোটারদের নাম তুলতে হবে। পাশাপাশি নতুন ভোটারদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। 

কবে থেকে নতুন ভোটাররা নাম তুলতে পারবেন? 
আগামী ৪ ডিসেম্বর শেষ হচ্ছে SIR-এর প্রথম ধাপ অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিলআপ পর্ব। এরপর ৯ ডিসেম্বর প্রকাশিত হতে প্রথম খসড়া তালিকা। সেই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়ে যাবে নতুন ভোটারদের নাম তোলার পর্ব। ৮ জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টে নাম তোলার আবেদনের সুযোগ পাবে নতুন ভোটাররা। 

কীভাবে আবেদন?
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য ই-সাইন বাধ্যতামূলক। আধার কার্ডের মাধ্যমে OTP দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট টাইম ভোটারদের। 

নতুন ভোটারদের নাম তোলার জন্য ২০০২ ভোটার লিস্টে থাকা বাবা-মা, ঠাকুরদা-ঠাকুমার নাম দিতে হবে। 

নতুন ভোটারেরা ফর্ম-৬ পূরণ করে নাম তুলতে পারবেন। সেই প্রক্রিয়া হবে অনলাইনেই। 

এদিকে, SIR পর্বে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, যদি কেউ মৃত ভোটারের এনুমারেশান ফর্ম পূরণ করে জমা দেন, তা হলে তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। নয়তো কমিশন সংশ্লিষ্ট সেই জেলা নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে বুথ স্তরের আধিকারিক পর্যন্ত আইনানুগ পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে প্রথম খসড়া ভোটার তালিকা। 

 

POST A COMMENT
Advertisement