জাতীয় সড়ক ধরে যাচ্ছেন। সামান্য সময়ের ব্যবধানেই টোলপ্লাজা! সময় তো খরচ হচ্ছেই। খসছে গাঁটের কড়িও। এবার থেকে বদলে যাচ্ছে এই ব্য়বস্থা। জাতীয় সড়কে টোলপ্লাজা নিয়ে মঙ্গলবার বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি। ৩ মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে সমস্ত বেআইনি টোলপ্লাজা।
মঙ্গলবার নিতিন গডকড়ি জানান, জাতীয় সড়কে ৬০ কিলোমিটারের মধ্যে দু'টি টোলপ্লাজা থাকবে না। অনেক জায়গায় এমন ব্যবস্থা চালু রয়েছে। লোকসভায় তিনি বলেন,'আমি সংসদে সবাইকে আশ্বাস দিচ্ছি, আগামী ৩ মাসের ৬০ কিলোমিটারের মধ্যে একটিই টোলপ্লাজা থাকবে। অন্যটি বন্ধ করে দেওয়া হবে। কারণ এগুলি বেআইনি।'
আধার কার্ডের ভিত্তিতে টোল পাস দেওয়ার কথাও ঘোষণা করেছেন গডকড়ি। দেশের অনেক এলাকায় আশপাশের কম দূরত্বে যাওয়ার জন্য টোলপ্লাজায় টাকা দিতে হয় মানুষকে। তাঁদের গ্রামের মাঝ দিয়ে চলে গিয়েছে জাতীয় সড়ক। এই সমস্যার সমাধান করে দিয়েছেন গডকড়ি। তিনি জানান,'টোলপ্লাজার কাছাকাছি স্থানীয়দের আধার কার্ডের ভিত্তিতে পাস দেওয়া হবে।'
All toll collecting points which are within 60 km of each other on the National Highways will be closed in the next three months. : Union Minister Shri @nitin_gadkari ji pic.twitter.com/RSmMUaJFVE
— Office Of Nitin Gadkari (@OfficeOfNG) March 22, 2022
৬ এয়ারব্যাগ আবশ্যক
নিতিন গডকড়ি জানান, দেশের সড়ক সুরক্ষার দিকে নজর দেওয়া জরুরি। সেজন্য সরকার নিয়ম করেছে। চার চাকা গাড়িতে ৬টি এয়ারব্যাগ থাকতেই হবে। রোড ইঞ্জিনিয়ারিং নিয়েও কাজ চলছে। কেন্দ্রীয়মন্ত্রী বলেন,'গোটা বিশ্বের ১১ শতাংশ দুর্ঘটনা ভারতেই ঘটে। প্রতিবছর ৫ লক্ষ মানুষ দুর্ঘটনার কবলে পড়েন। মারা যান ১.৫ লক্ষের কাছাকাছি। এই সংখ্যা কমিয়ে আনতে জোর দেওয়া হচ্ছে।'
আরও পড়ুন- কোম্পানি কিনছেন অম্বানি, শেয়ারের দাম হবে 0, কানাকড়িও পাবেন না!