NBSTC Chartered Cheap Bus Service: পুজোর মরশুমে পর্যটকদের বাড়তি বিকল্প তুলে দিতে এবং উত্তরবঙ্গ ভ্রমণ আরও আনন্দদায়ক করতে ট্যাক্সি বাস চালু করেছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। এবার শীতের পর্যটন পরশুমেও ট্যাক্সি বাস চালু করে পর্যটকদের জন্য সস্তায় দার্জিলিং পৌঁছনোর সহজ বন্দোবস্ত করে দিল তারা। খুশির হাওয়া পর্যটকদের মধ্যে।
প্রাইভেট গাড়ির চালকদের মুখাপেক্ষী হয়ে থাকার দিন শেষ। ইচ্ছে করলে সরাসরি বাসে চেপেই পৌঁছন পাহাড়ে। এনজেপি স্টেশন থেকে বের হলেই মিলবে ট্যাক্সি-বাস। ভাড়া নির্দিষ্ট। সে কারণে বেশি ঝামেলাও নেই। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলেন, ‘২৫ ডিসেম্বর থেকে ইংরেজি নতুন বছর–সহ গোটা জানুয়ারি মাসজুড়ে উত্তরবঙ্গে বেড়াতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন। তাঁদের কথা মাথায় রেখেই ট্যাক্সি বাস পরিষেবা জোরদার করবার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কোচবিহার ও শিলিগুড়ি থেকে এসি বাস পরিষেবা ফের চালু করা হচ্ছে। ১৫ ডিসেম্বর থেকে এই পরিষেবাগুলো শুরু হচ্ছে।’
কোথায় কোথায় যেতে পারবেন ট্যাক্সি বাসে?
দার্জিলিং, মিরিক, কার্শিয়াংয়ে পৌঁছে দেবে এনবিএসটিসির এই ট্যাক্সি বাস। বুকিং শুরু হতেই সব আসন বুক প্রথম সপ্তাহের।নিগমের ট্যাক্সিবাস পরিষেবার বুকিং শুরু হতেই পর্যটকদের বুকিং করার লাইন পড়ে গিয়েছে। কলকাতা থেকে যাঁরা ট্রেনে নিউ জলপাইগুড়ি এসে পৌঁছাবেন, তাঁরা দার্জিলিং যাওয়ার জন্য পাবেন ৩০ সিটের অত্যাধুনিক বাস। ভায়া কার্শিয়াং এবং ভায়া মিরিক দু’পথেই এই বাস চলবে। এ ক্ষেত্রে কোনও একজন ব্যক্তি গোটা বাসের বুকিং নিতে পারেন। আবার তিন -চারটি পরিবার মিলেও বুকিং নেওয়া যাবে। দিনে গিয়ে দিনে ফিরে আসার মতো পরিষেবা রাখা হয়েছে। আবার শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকেও এই ট্যাক্সিবাস পরিষেবা রাখা হয়েছে।
বছরখানেক আগে এনবিএসটিসি’র তরফে ট্যাক্সি বাস পরিষেবা চালু করা হয়েছিল। তখন নাম দেওয়া হয়েছিল চার্টার্ড বাস পরিষেবা। নামের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেননি পর্যটকরা। এবার তাই নাম বদলে দেওয়া হয়েছে। স্বল্পমূল্যে এই বাস ভাড়া নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনো যাবে। মূলত পর্যটকদের কথা ভেবেই এই পরিষেবা চালু করল এনবিএসটিসি।
খরচ কত?
এই বাস অনলাইনে বুকিং করা যাবে। তার জন্য এনবিএসটিসির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করলেই হবে। এই বাসে আপাতত ৩০ জনের ভাড়া পড়বে ৯ হাজার টাকার কাছাকাছি। ফলে মাথাপিছু ভাড়া পড়বে ৩০০ টাকারও কম।