একের পর এক ফেস্টিভ্যাল, অক্টোবরে এতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবেBank Holidays October 2025: দেশজুড়ে উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। নবরাত্রির মাধ্যমে উৎসব শুরু হয়েছে। দশেরা, দুর্গাপুজো, করভা চৌথ, দীপাবলি এবং অবশেষে ছট পুজো পর্যন্ত চলবে। আগামী মাসে সারা দেশ উৎসবমুখর থাকবে। তাই এই উৎসবের মরসুমে প্রচুর ছুটি থাকবে। শিশুরা স্কুল-কলেজ থেকে ছুটি পাবে এবং চাকরিজীবীরাও ছুটি পাবেন। অক্টোবর মাসে বেশ কিছুদিন ব্যাঙ্কেও ছুটি থাকবে। অক্টোবরে যদি আপনার ব্যাংঙ্কে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনার এলাকার ব্যাঙ্ক কোন দিন খোলা থাকবে। অন্যথায়, আপনি ছুটির দিনে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে পারেন। তাহলে, আসুন জেনে নেওয়া যাক অক্টোবরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
অক্টোবর মাসে ছুটির তালিকা (West Bengal Bank Holidays in October 2025)
১ অক্টোবর - নবরাত্রির শেষ/মহা নবমী/দশরা/আয়ুধপূজা, বিজয়াদশমী/দশহরা/দুর্গাপুজো উপলক্ষে আগরতলা, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, ইটানগর, কানপুর, কোচি, কোহিমা, কলকাতা, লখনউ, পাটনা, রাঁচি, শিলং এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২ অক্টোবর - মহাত্মা গান্ধী জয়ন্তী/দশহরা/বিজয়াদশমী/দশহরা/দুর্গাপুজো/শ্রী শ্রী শঙ্করদেবের জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
যদি আপনার রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকে, তাহলে আপনি অনলাইনে পরিষেবা ব্যবহার করতে পারেন। এটিএম ব্যবহার করে টাকা তোলা সম্ভব। টাকা ট্রান্সফার করতে চেকের পরিবর্তে UPI ব্যবহার করা যেতে পারে। এটা উল্লেখ্য যে রাজ্য ভেদে ছুটির দিন ভিন্ন হতে পারে। কিছু ছুটির দিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু রাজ্যের জন্য প্রযোজ্য। সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক প্রতি সপ্তাহে রবিবার ছুটি থাকে। এর পাশাপাশি, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকে।