প্রতীকী ছবিশীতের দাপট যেন এক ঝটকায় নেমে এসেছে রাজ্যজুড়ে। কলকাতাসহ প্রায় সব জেলা এখন শীতের আমেজে জমজমাট। শুরু হয়ে গেছে পিকনিক, পার্টি, বিয়ে আর বর্ষবরণের প্রস্তুতি। এই সময়ই স্বাভাবিকভাবেই বাড়তে থাকে মদের চাহিদা। কিন্তু শীতের শুরুতেই বাড়তি চাপে পড়েছেন ক্রেতারা, কারণ ১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে দেশি-বিদেশি মদের দাম বেড়ে গেছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিয়ার ছাড়া সব ধরনের মদের উপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।
শেক্সপিয়ার সরণীর একটি মদের দোকানে খোঁজ নিয়ে জানা গেল, সবচেয়ে বেশি দামে আগুন লেগেছে জনপ্রিয় ‘ওল্ড মঙ্ক’ রামের। আগে রেগুলার ১৮০ মিলির নিপ মিলত ১৬০ টাকায়, এখন তার দাম ১৭০ টাকা। বাড়ল ১০ টাকা। ৩৭০ মিলির বোতলের দাম এখন ৩২০ টাকা এবং বড় ৭৫০ মিলির বোতল ৬২০ টাকায় বিক্রি হচ্ছে। দোকানদারদের মতে, শীত পড়তেই ওল্ড মঙ্কের চাহিদা এমনিতেই আকাশছোঁয়া। তাই দাম বাড়ার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ ক্রেতার উপর।
আবগারি দফতর সূত্রে জানা গেছে, নতুন নীতি অনুযায়ী বিদেশি মদের ৭৫০ মিলির বোতলে দাম বেড়েছে গড়ে ৩০-৪০ টাকা। ছোট ১৮০ মিলির প্যাকেটেও ১০ টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। দেশি মদ কিনতে গেলেও গুনতে হচ্ছে আগের চেয়ে ১০ টাকা বেশি।
প্রশ্ন উঠছে, কেন এই দাম বৃদ্ধি? প্রশাসনের মতে, এর মূল উদ্দেশ্য রাজস্ব বাড়ানো। আগামী ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৪,০০০ কোটি টাকা অতিরিক্ত আয়ের আশা করছে রাজ্য। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এই বাড়তি অর্থ উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করা হতে পারে। আগামী বছরের অন্তর্বর্তী বাজেটে তার আভাস মিলতে পারে বলেও অনুমান।
তবে ক্রেতাদের ক্ষোভ বাড়ছেই।
অনেকের কথায়, 'শীতে একটু রাম তো চাই-ই। কিন্তু দাম এমন বাড়তে থাকলে পকেটের উপর চাপ সামলানো মুশকিল হয়ে যাবে!'