PAN Aadhaar Link Last Date: PAN-আধার লিঙ্কের শেষদিন এল বলে! বড় সমস্যা এড়াতে যা জরুরি..

আপনি যদি এখনও আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে সাবধান। কারণ এ ধরনের লোকদের প্যান কার্ড বাতিলের নির্দেশ জারি করেছে সরকার। যাইহোক, এখনও পর্যন্ত আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে ১৫ দিন বাকি আছে।

Advertisement
PAN-আধার লিঙ্কের শেষদিন এল বলে! বড় সমস্যা এড়াতে যা জরুরি..প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক ৩০ জুন শেষ সময়সীমা
হাইলাইটস
  • আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে ১৫ দিন বাকি আছে
  • এই মাসের ৩০ জুন পর্যন্ত প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন

আপনি যদি এখনও আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে সাবধান। কারণ এ ধরনের লোকদের প্যান কার্ড বাতিলের নির্দেশ জারি করেছে সরকার। যাইহোক, এখনও পর্যন্ত আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে ১৫ দিন বাকি আছে। তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে এ ধরনের ১৩ কোটি প্যান অ্যাকাউন্ট রয়েছে, যারা এখনও প্যান এবং আধার লিঙ্ক করেননি। এ ধরনের অ্যাকাউন্ট বন্ধ করার প্রস্তুতি চলছে। মনে রাখবেন, আপনি শুধুমাত্র এই মাসের ৩০ জুন পর্যন্ত প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন।

সিবিডিটি আবারও যত তাড়াতাড়ি সম্ভব আধার ও প্য়ান লিঙ্ক করার জন্য অনুরোধ করেছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) একটি টুইটে এই বিষয়ে জনগণকে অনুরোধ করেছে। ৩০ জুন পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে ১০০০ টাকা ফি দিতে হবে। আয়কর দফতরের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে, আধারের সঙ্গে লিঙ্ক না করালে প্যান কার্ড অকেজো হয়ে যাবে। বেশি হারে টিডিএস কাটা হবে। এর পাশাপাশি টিসিএসের হারও বেশি হবে। ব্যবসা এবং ট্যাক্স সম্পর্কিত সুবিধাগুলি কাজ করা বন্ধ করে দেবে। শুধু তাই নয়, ব্যাঙ্ক থেকে লোন পাওয়া যাবে না। নতুন কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না।

এছাড়াও আয়কর বিভাগ জানিয়েছে যে কোনও ব্যক্তির একটির বেশি প্যান কার্ড থাকবে না। একাধিক PAN থাকলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। তথ্য অনুযায়ী, ৬১ কোটি প্যানের মধ্যে প্রায় ৪৮কোটি এখনও পর্যন্ত আধারের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। বাকি প্য়ান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এখনও হয়নি।

 

POST A COMMENT
Advertisement