Pan Aadhaar Link: এই তারিখের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করলেই বিপত্তি, জানুন পদ্ধতি

প্যান এবং আধার কার্ড লিঙ্ক করানোর ডেডলাইন জানিয়ে দিয়েছে সরকার। সেই সময়ের মধ্যে প্যান এবং আধার কার্ড লিঙ্ক না করলে বিপদ বাড়তে পারে। সেক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করে এই লিঙ্কিং করাবেন আপনি?

Advertisement
এই তারিখের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করলেই বিপত্তি, জানুন পদ্ধতিপ্যান আধার লিঙ্ক
হাইলাইটস
  • প্যান এবং আধার কার্ডের লিঙ্কিংয়ের ডেডলাইন কবে?
  • প্যান ও আধার লিঙ্ক না করলে কী হবে?
  • কোন পদ্ধতিতে প্যান ও আধার লিঙ্ক করবেন?

সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে ডেডলাইন। প্যান এবং আধার কার্ড আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে লিঙ্ক করানো বাধ্যতামূলক। নচেৎ দুর্ভোগে পড়বেন সাধারণ মানুষ। 

একাধিকবার কেন্দ্রের তরফে প্যান এবং আধার কার্ডের নম্বর লিঙ্ক করানোর ডেডলাইন বাড়ানো হয়েছে। এবার সেই ডেডলাইন বাড়িয়ে করা হয়েছে ৩১ ডিসেম্বর অর্থাৎ চলতি বছরের শেষ দিন পর্যন্ত। 

২০২৬ সালের জানুয়ারি থেকেই ইনঅপারেটিভ হয়ে যাবে প্যান কার্ড। এতে অর্থনৈতিক ঝঞ্ঝাটের মুখে পড়তে পারেন আপনি। ফলে লিঙ্ক না করানো থাকলে অবিলম্বে ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগে নিজের প্যান ও আধার কার্ড লিঙ্ক করিয়ে ফেলুন। 

প্যান ও আধার লিঙ্ক না থাকলে কী কী সমস্যায় হতে পারে?
> নির্দিষ্ট সময়সীমার মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করালে পরের দিন থেকেই একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে আপনাকে। 
> ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল বা ভেরিফাই করতে পারবেন না। 
> আয়কর থেকে যদি রিফান্ড পাওয়ার থাকে তা আটকে যাবে।
> টিডিএস বা টিসিএস সংক্রান্ত তথ্যও দেখতে পাবেন না।
> ব্যাঙ্কিং সংক্রান্ত বিভিন্ন পরিষেবার অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। 
> ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে। 
> নতুন করে বিনিয়োগ করতে সমস্যা পড়তে হবে। 
> SIP-র কিস্তি জমা দিতে পারবেন না। 
> শেয়ার ট্রেডিংও বন্ধ হয়ে যাবে। যে টাকা আপনার রয়েছে তা আপনি তুলতে পারবেন প্যান অ্যাক্টিভ হওয়ার পরে। তাতে ১ মাসেরও বেশি সময় লাগতে পারে। 

প্যান ও আধার লিঙ্ক করার পদ্ধতি জানুন
ইনকাম ট্যাক্সের পোর্টালে গিয়ে প্যান ও আধার কার্ড লিঙ্ক করাতে হয়। ওয়েবসাইটে ঢুকে ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করতে হবে। আধার এবং মোবাইল নম্বর জমা দিতে হবে। ওটিপি ভেরিফাই করতে হবে। প্যান যদি ইতিমধ্যেই ইনঅপারেটিভ হয়ে থাকে, তাহলে ১ হাজার টাকা ফাইন জমা করতে হবে।  ‘কুইক লিঙ্কস— লিঙ্ক আধার স্ট্যাটাস’ অপশনে গিয়ে এ সংক্রান্ত স্ট্যাটাস দেখতে পাবেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement