Bidhannagar Road Station: এই এক্সপ্রেস ট্রেনগুলি আর থামবে না বিধাননগর স্টেশনে, সোমবার থেকে নতুন নিয়ম

ট্রেন যাত্রীদের জন্য জরুরি তথ্য। জানানো হয়েছে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন যা আগে বিধাননগর স্টেশনে থামত তা আর থামবে না। সোমবার থেকেই বিধাননগর স্টেশনে একাধিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রহ্যাহার করে নেওয়া হচ্ছে। পূর্ব রেলের শিয়ালদা বিভাগের তরফে জানানো হয়েছে, বিধাননগর রোড স্টেশনে চার জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Advertisement
এই এক্সপ্রেস ট্রেনগুলি আর থামবে না বিধাননগর স্টেশনে, সোমবার থেকে নতুন নিয়মদূরপাল্লার এই ট্রেনগুলি থামবে না বিধাননগর রোড স্টেশনে

ট্রেন যাত্রীদের জন্য জরুরি তথ্য। জানানো হয়েছে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন যা আগে বিধাননগর স্টেশনে থামত তা আর থামবে না। সোমবার থেকেই বিধাননগর স্টেশনে একাধিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রহ্যাহার করে নেওয়া হচ্ছে। পূর্ব রেলের শিয়ালদা বিভাগের তরফে জানানো হয়েছে, বিধাননগর রোড স্টেশনে চার জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কারণ হিসেবে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং এই স্টেশনে ট্রেন চলাচল ব্যবস্থাকে আরও মসৃণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, বিধাননগর স্টেশনের চারটি প্ল্যাটফর্মই যেহেতু সরু, তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে কর্তৃপক্ষকে ৷

তালিকায় কোন কোন ট্রেন?

  • 13153 শিয়ালদা – মালদা টাউন গৌর এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
  • 13154 মালদা টাউন – শিয়ালদা গৌর এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
  • 13147 শিয়ালদা – বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
  • 13148 বামনহাট – শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে আর দাঁড়াবে না) 
  • 13149 শিয়ালদা – আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
  • 13150 আলিপুরদুয়ার – শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
  • 13185 শিয়ালদা – জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে আর দাঁড়াবে না) 
  • 13186 জয়নগর – শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)

অর্থাৎ মোট ৮টি দুরপাল্লার ট্রেন যা এতদিন বিধাননগর স্টেশনে থামত, ২৭ অক্টোবর সোমবার থেকে সেগুলি আর থামবে না বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। রেলের দাবি, এই মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির স্টপেজ প্রত্যাহারের ফলে স্টেশনে যাত্রীদের চলাচলে সুবিধা হবে ৷ তবে এই ট্রেনগুলির যাত্রাপথের অন্যান্য স্টেশনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। 

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা বৃদ্ধি, আরও ভালো ভাবে ট্রেন চলাচল ও প্ল্যাটফর্মের জায়গার সীমাবদ্ধতা দূর করতে বিধাননগর রোড স্টেশনে চার জোড়া মেল/এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধাননগর স্টেশনের প্ল্যাটফর্মের কারণে মেল/এক্সপ্রেস ট্রেন দাঁড়ালে অতিরিক্ত ভিড় ও যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। যাত্রীদের যাতে ট্রেন ধরতে অসুবিধা না হয়, সে কথা চিন্তা করেই চার জোড়া ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হল।

তথ্য বলছে, বিধাননগর স্টেশন থেকে প্রতিদিন গড়ে  ১.৭ লক্ষ যাত্রী ওঠানামা করে ৷  যার মধ্যে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়েই যাতায়াত করেন প্রায় ১ লাখের বেশি মানুষ। রেল সূত্রে খবর, প্রতিদিন ২১৬ জোড়া লোকাল ট্রেন বিধাননগর স্টেশনে চলাচল করে। 

Advertisement

POST A COMMENT
Advertisement