এক লিটার পেট্রল-ডিজেল বিক্রি করে পাম্পের মালিক কত টাকা কমিশন পান?

গাড়িতে তেল তো রোজ ভরাচ্ছেন, এক লিটার পেট্রল-ডিজেল বিক্রি করে পাম্পের মালিক কত টাকা পান?

Advertisement
এক লিটার পেট্রল-ডিজেল বিক্রি করে পাম্পের মালিক কত টাকা কমিশন পান?পেট্রল-ডিজেল বিক্রি করে পাম্পের মালিক কত টাকা কমিশন পান
হাইলাইটস
  • পাম্প ডিলাররা পেট্রোল ও ডিজেল থেকে টাকা আয় করেন।
  • তাঁরা প্রতি লিটার পেট্রোল এবং ডিজেল বিক্রি থেকে নির্দিষ্ট কমিশন পান।
  • কমিশনের পরিমাণ কত? জেনে নেওয়া যাক

অনেকেই মনে করেন পেট্রল পাম্প ডিলাররা বুঝি কোটিপতি। কিন্তু তাঁদের আসল আয় কত? এক লিটার তেল বিক্রি করে ডিলাররা কত টাকা আয় করেন, তা অনেকেই জানেন না। এবার সেই হিসেব দেখে নেওয়া যাক।

পাম্প ডিলাররা পেট্রোল ও ডিজেল থেকে টাকা আয় করেন। তাঁরা প্রতি লিটার পেট্রোল এবং ডিজেল বিক্রি থেকে নির্দিষ্ট কমিশন পান। সেই কমিশনের পরিমাণ কত? জেনে নেওয়া যাক

এক লিটার পেট্রোলে কত কমিশন পাওয়া যায়?

বর্তমানে দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা। যার মধ্যে পেট্রোল পাম্প মালিক ৪.৩৯ টাকা পান। অর্থাৎ রাজধানী শহরে পাম্প মালিক ১ লিটার পেট্রোলে ৪.৩৯ টাকা আয় করেন। দিল্লিতে পেট্রোলের বেস প্রাইস গড়ে প্রতি লিটার ৫২.৮৪ টাকা। এর উপর আবগারি শুল্ক থাকে ২১.৯০ টাকা। এই অর্থ কেন্দ্রীয় সরকারের খাতে যায়। আবার এক লিটার পেট্রোলের উপর ১৫.৪০ টাকা ভ্যাট আদায় করা হয়। এই অর্থ যায় রাজ্য সরকারের কোষাগারে। এছাড়াও, প্রতি লিটার পেট্রোলে ০.২৬ টাকার অতিরিক্ত চার্জ বসে।

এক লিটার ডিজেলে কত টাকা কমিশন আসে?

দিল্লিতে ১ লিটার ডিজেলের উপর ১২.৮৩ টাকা ভ্যাট নেওয়া হয়। অন্যদিকে কেন্দ্রীয় সরকার প্রতি লিটারে ১৭.৮০ টাকা আবগারি শুল্ক হিসেবে ধরে। ডিলারদের ক্ষেত্রে ডিজেলে গড় কমিশন থাকে প্রতি লিটারে ৩.০২ টাকা। উল্লেখ্য বিষয় হল, বড় গাড়ি বিশেষ করে বাণিজ্যিক যানবাহনে ডিজেলের ব্যবহার সবচেয়ে বেশি হয়।

একটি পরিসংখ্যান বলছে, যদি একটি পাম্প ২৪ ঘন্টায় ৫,০০০ লিটার ডিজেল বিক্রি করে, তাহলে কমিশন হিসেবে প্রায় ১৫ হাজার ১০০ টাকা আয় হবে। এই খরচের অর্ধেক বাদ দিলে ৭,৫০০ টাকা সাশ্রয় সম্ভব। পেট্রলের ক্ষেত্রে এই কমিশন হতে পারে ২১ হাজার ৯৫০ টাকা। অর্থাৎ সব মিলিয়ে দিনে প্রায় ৩৬ হাজার টাকা কমিশন পাওয়া যেতে পারে।

তবে মনে রাখতে হবে, একজন মালিককে পাম্পের সমস্ত খরচ চালাতে হয়। সব পেট্রল পাম্পেই কম বেশি ১০ জন করে কর্মচারী থাকে। তাঁদের বেতন ও পাম্প রক্ষণাবেক্ষণ করতেও মোটা টাকা খরচ হয়। ফলে সেগুলি বাদ দিয়ে পাম্প মালিকের আয়ের হিসেব করতে হবে।

Advertisement

POST A COMMENT
Advertisement