scorecardresearch
 

Petrol Price: টানা ১২ দিন! কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোল, জেনে নিন আপনার শহরে আজ কত দাম?

যেভাবে প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে মহা ফাপরে আমজনতা। লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ার জেরে তৈরি হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা। বিশ্বে অপরিশোধিত তেলের দাম স্থির থাকা সত্বেও দেশে জ্বালানির দাম বাড়া নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতার মত বাকি মেট্রো শহর গুলিতেও ঊর্দ্ধমুখী জ্বালানির দাম।

Advertisement
টানা ১২ দিন দাম বেড়ে নতুন রেকর্ড জ্বালানির টানা ১২ দিন দাম বেড়ে নতুন রেকর্ড জ্বালানির
হাইলাইটস
  • টানা ১২ দিন দাম বেড়ে নতুন রেকর্ড জ্বালানির
  • বিশ্বে অপরিশোধিত তেলের দাম স্থির থাকা সত্বেও দেশে দাম বাড়ছে
  • নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা

অন্যথা হল না শনিবারও। দেশে  টানা ১২ দিন বার পেট্রোল- ডিজেলের নাম, যা জ্বালানির দামের ক্ষেত্রে এক নতুন রেকর্ড। শহর  কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি ৩৭ পয়সা এবং ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি ৩৭ পয়সা।  দাম বাড়ার ফলে শনিবার কলকাতায় পেট্রোলের দাম হল লিটারপ্রতি ৯১ টাকা ৭৮ পয়সা।  ডিজেলের দাম হল লিটার প্রতি ৮৪ টাকা ৫৬ পয়সা।

এলেন না মিমি-দেবশ্রী, গরহাজির ৫ MP-MLA,'দিদি'র ঘরে কোন অশনিসঙ্কেত?

যেভাবে প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে মহা ফাপরে আমজনতা। লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ার জেরে তৈরি হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা। বিশ্বে অপরিশোধিত তেলের  দাম স্থির থাকা সত্বেও দেশে জ্বালানির দাম বাড়া নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতার মত বাকি মেট্রো শহর গুলিতেও ঊর্দ্ধমুখী জ্বালানির দাম। দেখে নেওয়া যাক দেশের রাজধানী দিল্লি ও বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম কততে পৌঁছেছে।

দিল্লি
দেশের রাজধানীতে পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৩৯ পয়সা, বর্তমানে  প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯০.৫৮ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৩৭ পয়সা বেড়ে হয়েছে  ৮০.৯৭  টাকা। শুক্রবার, দিল্লিতে পেট্রোলে দাম ৩১ পয়সা এবং ডিজেলের ক্ষেত্রে ৩৩ পয়সা বৃদ্ধি পেয়েছে। গতকাল, দিল্লিতে পেট্রোল লিটারে ৯০ টাকা ছাড়িয়ে যায়।

দিল্লি সংলগ্ন নয়ডায় পেট্রোলের দাম ৮৮.৯২ টাকা এবং ডিজেলের দাম ৮১.৪১ টাকা। গুরুগ্রামে পেট্রোলের দাম ছিল প্রতি লিটারের  ৮৮.৫৪ টাকা  এবং ডিজেলের দাম  লিটারে ৮১.৫৫ টাকা।

মুম্বই
মুম্বইতেও পেট্রোলের দাম আগেই ৯০ টাকা ছাড়িয়েছে। বাণিজ্য নগরীতে এবার সেঞ্চুরি করার পথে পেট্রোল। লিটার প্রতি দাম ৯৭ টাকায় পৌঁছেছে। 

মুম্বইয়ের পেট্রোলের দাম চলছে 90 রাউন্ডের ক্রিকেটে। এখানে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৭ টাকায় পৌঁছেছে, যা ১০০ টাকার চেয়ে মাত্র তিন টাকা কম। এদিনে লিটারে ৩৮ পয়সা বেড়েছে  পেট্রোলের। ডিজেলের দাম লিটারে  ৩৯ পয়সা বেড়ে হয়েছে ৮৭.০৬ টাকা।

Advertisement

Weather Updates: বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা! বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে পেট্রোলের দাম প্রতি লিটারের ৯৮.৬০ টাকা।  রাজস্থানের জয়পুরে পৌঁছেছে  ৯৭.১০ টাকা। এই দুই জায়গাতে  ডিজেলের দাম যথাক্রমে ৮৯.২৩ টাকা এবং ৮৯.৪৪ টাকা। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থান-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে পেট্রোলের খুচরা মূল্য ১০০ টাকা ছাড়িয়েছে। এটার কারণ সেখানকার স্থানীয় উচ্চ হারে কর।  চেন্নাইতে প্রট্রোলের দাম লিটার প্রতি ৯২.৫৯ টাকা। একই সাথে ডিজেলের দাম ৮৪.৫৬ টাকা। এদিকে বেঙ্গালুরুতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১.৩০ টাকা বেড়ে ৯৩.৬৭ টাকায় দাঁড়িয়েছে। ডিজেলের দাম ১০ পয়সা বেড়ে প্রতি লিটারে ৮৫.৮৪  টাকায় পৌঁছেছে।

 

Advertisement