প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প, যা দেশের অর্থনৈতিকভাবে দুর্বল বা দরিদ্র লোকেদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য চালু করা হয়েছে। এর আওতায় সরকার দেশের যেসব নাগরিকের পাকা বাড়ি নেই তাঁদের সহায়তা করে। এই প্রকল্পে, ভৌগোলিক পরিস্থিতি অনুসারে সরকার ঘর তৈরির জন্য টাকা দেয়। এবার ২০২৩ সালের বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) বরাদ্দ ৬৬ শতাংশ বাড়িয়েছে সরকার।
এভাবেই সাহায্য করে সরকার:
কেন্দ্রীয় সরকারের চেষ্টা করছে দেশের সমস্ত নাগরিকের একটি করে পাকা বাড়ি থাকে। সমতল ও পাহাড়ি এলাকার ভিত্তিতে আর্থিক সাহায্য করা হয়। প্রকল্পের আওতায় সমতলে বাড়ি তৈরির জন্য সরকার ১ লাখ ২০ হাজার টাকা দেয়। একই সঙ্গে পাহাড়ি এলাকায় বাড়ি নির্মাণের জন্য দেওয়া হয় ১ লাখ ৩০ হাজার টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা শুধুমাত্র সেইসব নাগরিকদের জন্য পাওয়া যায়, যাদের বাড়ি পাকা নয়।
আরও পড়ুন: PM Kisan Yojana Update: PM Kisan-এর টাকা কবে? ৫ দিন পরই আসতে পারে সুখবর
প্রকল্পের অধীনে PM আবাস যোজনা (PMAY)-র সুবিধাভোগীদের একটি তালিকা তৈরি করা হয়। সরকারি প্রকল্পের জন্য অনেক ধরনের নিয়মও নির্ধারণ করা হয়েছে। টু হুইলার, থ্রি হুইলার বা চার চাকার গাড়ি থাকলে বাড়ি তৈরির টাকা পাওয়া যাবে না। এছাড়াও, যদি কোনও নাগরিকের কাছে ৫০ হাজার টাকা বা তার বেশি মূল্যের কিষাণ ক্রেডিট কার্ড থাকে তবে তিনিও এর সুবিধা পাবেন না।
আপনি বাড়িতে বসেই স্ট্যাটাস চেক (pm awas yojana status check online) করতে পারেন