PM Modi inaugurates Kolkata Metro: মোদী চড়বেন কাল, নতুন ৩ রুটে আমজনতার যাত্রা শুরু কবে? জানাল রেল

আগামীকাল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কলকাতায় একসঙ্গে চালু হতে চলেছে তিনটি নতুন মেট্রো রুট। এই নতুন পরিষেবা শহরের যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রতিটি রুটের ভাড়া নির্ধারিত হয়েছে এবং চালু হওয়ার সম্ভাব্য সময়ও জানানো হয়েছে মেট্রো সূত্রে।

Advertisement
মোদী চড়বেন কাল, নতুন ৩ রুটে আমজনতার যাত্রা শুরু কবে? জানাল রেলমেট্রোয় নরেন্দ্র মোদী।-ফাইল ছবি
হাইলাইটস
  • আগামীকাল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কলকাতায় একসঙ্গে চালু হতে চলেছে তিনটি নতুন মেট্রো রুট।
  • এই নতুন পরিষেবা শহরের যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

আগামীকাল, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কলকাতায় একসঙ্গে চালু হতে চলেছে তিনটি নতুন মেট্রো রুট। এই নতুন পরিষেবা শহরের যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রতিটি রুটের ভাড়া নির্ধারিত হয়েছে এবং চালু হওয়ার সম্ভাব্য সময়ও জানানো হয়েছে মেট্রো সূত্রে।

কোন কোন রুট উদ্বোধন হবে?
নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর (জয় হিন্দ স্টেশন): প্রায় ৬.২৫ কিলোমিটার দীর্ঘ এই রুটে দুটি ট্রেন চলবে এবং প্রতিটির মধ্যে ১৫ মিনিটের ব্যবধান থাকবে।
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ (ইস্ট ওয়েস্ট মেট্রো পূর্ণাঙ্গভাবে চালু): এই রুট চালু হয়ে গেলে মাত্র ১২ মিনিটে শিয়ালদহ থেকে হাওড়া পৌঁছে যাওয়া সম্ভব হবে।
রুবি থেকে বেলেঘাটা মেট্রো: প্রায় ৪.৪ কিলোমিটার দীর্ঘ এই অংশটি চালু হলে শহরের পূর্ব অংশের যাত্রীদের বড় সুবিধা হবে।
কবে থেকে যাত্রা করতে পারবেন সাধারণ মানুষ?

২২ অগস্ট থেকে: হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো সাধারণ যাত্রীদের জন্য চালু হয়ে যাবে। সন্ধে সাড়ে ৬টা থেকে যাত্রা করা যাবে এই রুটে।
২৫ অগস্ট থেকে: রুবি-বেলেঘাটা রুট এবং হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ রুটে বাণিজ্যিক পরিষেবা চালু হবে।

কী সুবিধা মিলবে নতুন রুটে?
যানজট এড়িয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত যাতায়াত।
এক টিকিটে বেলেঘাটা থেকে হাওড়া, শিয়ালদহ কিংবা দমদম বিমানবন্দর পর্যন্ত পৌঁছনোর সুবিধা।
দৈনিক যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে—বর্তমানে যেখানে গড়ে ১ লক্ষ যাত্রী ইস্ট ওয়েস্ট মেট্রো ব্যবহার করেন, তা পূর্ণাঙ্গ পরিষেবা চালু হলে ৭ লক্ষ ছাড়িয়ে যেতে পারে।

কলকাতার মেট্রো প্রকল্প দীর্ঘদিন ধরেই নানা সমস্যার কারণে আটকে ছিল। বিশেষ করে বৌবাজার এলাকায় ধসের জন্য কাজ বন্ধ হয়ে গিয়েছিল বহুবার। অবশেষে সব বাধা কাটিয়ে একসঙ্গে তিনটি নতুন রুট উদ্বোধনের ফলে শহরবাসীর যাতায়াত আরও দ্রুত এবং সহজ হয়ে উঠবে বলে আশাবাদী কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisement

 

POST A COMMENT
Advertisement