Post Office MIS Scheme: পোস্ট অফিসের বাম্পার MIS স্কিম, ঘরে বসেই মোটা টাকা আয়

Post Office MIS Scheme: এখন মানুষের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। যতই উপার্জন করুক না কেন কোন খাতে টাকা বেড়িয়ে যাচ্ছে তা বুঝতেও পারবেন না। সেক্ষেত্রে অনেকেই টাকা সঞ্চয়ের জন্য নানান ধরনের স্কিম খুঁজে বেড়ান। অনেকে ব্যাঙ্কের কিছু স্কিমে টাকা সঞ্চয় করে রাখেন আবার কেউ বা নির্ভরশীল হন পোস্ট অফিসের ওপর। সেরকমই পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমগুলির মধ্যে MIS বা Monthly Income Scheme।

Advertisement
পোস্ট অফিসের বাম্পার MIS স্কিম, ঘরে বসেই মোটা টাকা আয়  পোস্ট অফিসের MIS স্কিম
হাইলাইটস
  • সেরকমই পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমগুলির মধ্যে MIS বা Monthly Income Scheme।

এখন মানুষের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। যতই উপার্জন করুক না কেন কোন খাতে টাকা বেড়িয়ে যাচ্ছে তা বুঝতেও পারবেন না। সেক্ষেত্রে অনেকেই টাকা সঞ্চয়ের জন্য নানান ধরনের স্কিম খুঁজে বেড়ান। অনেকে ব্যাঙ্কের কিছু স্কিমে টাকা সঞ্চয় করে রাখেন আবার কেউ বা নির্ভরশীল হন পোস্ট অফিসের ওপর। সেরকমই পোস্ট অফিসের জনপ্রিয় স্কিমগুলির মধ্যে MIS বা Monthly Income Scheme। এটি এমন একটি বিনিয়োগ, যেখানে এককালীন টাকা রেখে মাসে মাসে নিশ্চিত আয় পাওয়া যায়। সেক্ষেত্রে এই স্কিমাটি সেরা। এই স্কিম সব বয়স ও সব পেশার মানুষদের জন্য নিরাপদ ঝুঁকিহীন স্থির আয়ের উৎস বলা যেতে পারে।    

MIS আসলে কী?
পোস্ট অফিসের এই স্কিম হল স্মল সেভিংস স্কিম, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য এককালীন বিনিয়োগ করলে সেই বিনিয়োগের ওপর নির্দিষ্ট সুদ পাওয়া যায়। সেই সুদের টাকা বিনিয়োগকারীর সেভিংস অ্যাকাউন্টে জমা হয়। এই স্কিমের মেয়াদ ৫ বছর এবং মেয়াদ শেষ হওয়ার শেষে মূলধনও ফেরত দেওয়া হয়। 

সুদের হার এখন কত?
পোস্ট অফিসের এই স্কিমে বর্তমানে সুদের হার বছরে ৭.৪ শতাংশ। এই স্কিমে এখন সিঙ্গল অ্যাকাউন্টের মাধ্যমে সর্বাধিক ৪.৫ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সর্বাধিক ৯ লক্ষ টাকা জমা করা যেতে পারে। MIS বা Monthly Income Scheme সরকার সমর্থিত ছোট সঞ্চয় স্কিম, যেখানে নিশ্চিত হয়ে রিটার্ন পাবেন সকলে। এই স্কিমে সিঙ্গল অ্যাকাউন্ট অথবা জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। 

বিনিয়োগকারী ছাড়া কারা সুবিধা পাবেন?
বিনিয়োগকারীর মৃত্যুর পর শুধুমাত্র মনোনীত ব্যক্তিই এই স্কিমের সব সুবিধা পাবেন। অ্যাকাউন্ট খোলার পর বিনিয়োগকারীর মনোনীত ব্যক্তিকে সেই স্কিমে যুক্ত করা যেতে পারে। 

কত বিনিয়োগ করা যায়?
একক অ্যাকাউন্ট-জমা করার জন্য সর্বনিম্ন পরিমাণ ১৫০০ টাকা ও সর্বোচ্চ ৪,৫০,০০০ টাকা। 

যৌথ অ্যাকাউন্ট-সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১৫০০ টাকা সর্বোচ্চ ৯,০০,০০০ টাকা। 

Advertisement

নাবালক হলে-সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১৫০০ টাকা আর সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা।

কত পাবেন
আপনি যদি এমআইএস-এ ১০ লাখ টাকা জমা রাখলে ৭.৪ শতাংশ সুদের হিসেবে বছরে ৭৪০০০ টাকা সুদ পাবেন ৷ এই হিসেব অনুযায়ী, প্রতি মাসে আপনি পাবেন ৬১৬৬ টাকা ৷ ১০ লাখ টাকা জমা রাখতে হলে জয়েন্ট এমআইএস অ্যাকাউন্ট হতে হবে ৷ 

কারা যোগ্য?
-প্রাপ্তবয়স্কের নামে সিঙ্গল অ্যাকাউন্ট
-যৌথ অ্যাকাউন্ট (সর্বাধিক ৩ জন প্রাপ্তবয়স্ক একসঙ্গে)
-নাবালকের নামে তার অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারে। 
-যদি নাবালকের বয়স ১০ বছর হয়, তবে তার নিজের নামেই অ্যাকাউন্ট খোলা যাবে। 

কীভাবে খুলবেন?
যে কোনও পোস্ট অফিসে গিয়েই অ্যাকাউন্ট খোলা যায়। MIS-এর প্রয়োজনীয় ফর্ম পূরণ করে এই অ্যাকাউন্ট খুলে নিন। নুন্যতম বিনিয়োগ জেনে টাকা জমা করে দিন। 

POST A COMMENT
Advertisement