Post Office Scheme: পোস্ট অফিসের 'Dhurandhar' স্কিম, ১৫ হাজার টাকা করে ঢাললে ২৫ লক্ষ রিটার্ন

পোস্ট অফিসের স্মল সেভিং স্কিমগুলি না কেবল সরকার দ্বারা নিয়ন্ত্রিত, সুদের পরিমাণের জন্যও এগুলি বেশ জনপ্রিয়। নিরাপদ ভাবেই এতে বিনিয়োগ করা যায়। এমনই এক জনপ্রিয় স্কিমের বিষয়ে জেনে নিন।

Advertisement
পোস্ট অফিসের 'Dhurandhar' স্কিম, ১৫ হাজার টাকা করে ঢাললে ২৫ লক্ষ রিটার্নপোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে জানেন তো?
হাইলাইটস
  • পোস্ট অফিসের এই নিরাপদ স্কিমে দুর্দান্ত রিটার্ন
  • বিনিয়োগ করুন মাত্র ১৫ হাজার টাকা
  • জমাতে পারবেন ২৫ লক্ষ

প্রত্যেকেই নিজেদের আয়ের কিছু অংশ সঞ্চয় করার এবং বিনিয়োগ করার পরিকল্পনা করেন। যা কেবল ঝুঁকি কমাবে তা নয়, বরং ভাল রিটার্নও দেবে। সরকার ডাকঘরের মাধ্যমে সকল বয়সের মানুষের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প চালু করেছে। যা নিরাপদ বিনিয়োগ এবং চমৎকার রিটার্ন দেয়। সে কারণে পোস্ট অফিসের নানাবিধ স্কিমগুলি গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। এরকম একটি সরকারি প্রকল্প হল, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম। যা নিয়মিত বিনিয়োগে যথেষ্ট পরিমাণে অর্থ সংগ্রহে সহায়ক প্রমাণিত হয়েছে। 

চমৎকার সুদের হার
ঝুঁকিমুক্ত বিনিয়োগের বিকল্প খুঁজছেন? তাহলে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম (PO RD) আপনার জন্য দুর্দান্ত হতে পারে। যতই বিনিয়োগ করুন না কেন, সরকার নিজেই সুরক্ষার নিশ্চয়তা দেয়। ফলত আপনার অর্থ খোয়া যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এই প্রকল্পে দুর্দান্ত অফার দেয় সরকার। মাত্র ১০০ টাকার প্রাথমিক বিনিয়োগ দিয়ে রেকারিং ডিপোজিটে একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। যদিও সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। 

২৫ লক্ষ টাকা জমবে, কীভাবে?
জানেন কীভাবে আপনি পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগের মাধ্যমে ২৫ লক্ষ টাকা জমাতে পারবেন? হিসাবটি খুবই সহজ। পোস্ট অফিস RD ক্যালকুলেটর ব্যবহার করে এই পরিমাণ অর্থ জমানোর জন্য আপনাকে প্রতি মাসে ১৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। প্রতি মাসে এই পরিমাণ অর্থ RD স্কিমে বিনিয়োগ করলে ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার সময়ে আপনার মোট জমার পরিমাণ ১০ লক্ষ ৭০ হাজার ৪৯২ টাকা হবে। শুধুমাত্র সুদ থেকে ১ লক্ষ ৭০ হাজার ৪৯২ টাকা আয় করবেন। 

যদি এই মাসিক বিনিয়োগ পরবর্তী ৫ বছরের জন্য বাড়িয়ে দেন, অর্থাৎ ১০ বছরের জন্য প্রতি মাসে মোট ১৫ হাজার টাকা বিনিয়োগ করেন, সুদে আয় হবে ৭ লক্ষ ৫২ হাজার ৮২২ টাকা। এই সুদের আয় যোগ করলে মোট জমা অর্থের পরিমাণ দাঁড়াবে ২৫ লক্ষ ৬২ হাজার ৮২২ টাকা। 

Advertisement

ঋণের সুবিধাও পাওয়া যায়
পোস্ট অফিস রেকারিং ডিপোজডিট স্কিম আরও অনেক সুবিধা প্রদান করে। কাছাকাছি যে কোনও পোস্ট অফিসে গিয়ে এই স্কিমের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। অন্যান্য সুবিধার মধ্যে, বিনিয়োগকারীদের ৫ বছরের নির্ধারিত মেয়াদ শেষ হওযার আগেই অ্যাকাউন্ট বন্ধ করার সুবিধা দেওয়া হয়। এছাড়াও পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করার উপর ঋণের সুবিধাও পাওয়া যায় এবং মাত্র ১ বছর অ্যাকাউন্ট থাকলেই জমা অর্থের পরিমাণের ৫০% ঋণ হিসেবে নেওয়া যেতে পারে। সুদও মাত্র ২% হারে দিতে হয়। 

 

POST A COMMENT
Advertisement