Money Tips: ২ লাখ ইনভেস্ট করেই ৯০ হাজার প্রফিট! Post Office এর ধামাকা স্কিম

Post Office NSC: পোস্ট অফিসে NSC করলে কেমন রিটার্ন পাবেন? সেই নিয়েই আলোচনা করা হবে এই প্রতিবেদনে। গত ৩১ ডিসেম্বর জানুয়ারি-মার্চ কোয়ার্টারের জন্য ইন্টারেস্ট রেট প্রকাশিত হয়। তাতে পোস্ট অফিসে ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট বা NSC র সুদের কোনও পরিবর্তন করা হয়নি।

Advertisement
২ লাখ ইনভেস্ট করেই ৯০ হাজার প্রফিট! Post Office এর ধামাকা স্কিমযদি কেউ এনএসসি-তে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তা কত দিনে দ্বিগুণ হতে পারে?
হাইলাইটস
  • পোস্ট অফিসে NSC করলে কেমন রিটার্ন পাবেন?
  • সেই নিয়েই আলোচনা করা হবে এই প্রতিবেদনে। 
  • কেউ যদি NSC তে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন?

Post Office NSC: পোস্ট অফিসে NSC করলে কেমন রিটার্ন পাবেন? সেই নিয়েই আলোচনা করা হবে এই প্রতিবেদনে। গত ৩১ ডিসেম্বর জানুয়ারি-মার্চ কোয়ার্টারের জন্য ইন্টারেস্ট রেট প্রকাশিত হয়। তাতে পোস্ট অফিসে ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট বা NSC র সুদের কোনও পরিবর্তন করা হয়নি। আগের মতোই সুদের হার থাকছে 7.7%। অনেকেই জানেন, পোস্ট অফিস তথা ভারতের সবচেয়ে জনপ্রিয় সেভিংস স্কিমগুলির মধ্যে NSC অন্যতম। একদিকে নিশ্চিত রিটার্ন, অন্যদিকে বেশ আকর্ষণীয় সুদের হার। সেই কারণেই সাধারণ মানুষ সঞ্চয়ের একটি বড় অংশ এখানে রাখতে পছন্দ করেন। এখনকার মূল্যবৃদ্ধির বাজারে সঞ্চয় করা বেশ কঠিন। তবে প্রত্যেকেরই উচিত, একটি সেফটি নেট তৈরি করা। আর সেই থোক টাকা NSC বা FD জাতীয় কোথাও জমাতে থাকা। এর ফলে যেমন বিপদের দিনে কিছুটা সুবিধা মেলে, তেমনই ভবিষ্যত, অর্থাৎ রিটায়ারমেন্টের জন্যও টাকা জমিয়ে ফেলা যায়। এছাড়া বড় কোনও প্ল্যান, যেমন গাড়ি-বাড়ি কেনা, সন্তানের পড়াশোনা, বিয়ের খরচ এমনকি বিদেশভ্রমণের মত স্বপ্নপূরণের জন্যও এই ধরনের স্কিমের মাধ্যমে টাকা জমানো সম্ভব। 
 
NSC অ্যাকাউন্ট কীভাবে খুলবেন?
শুধুমাত্র ডাকঘরে(Post Office) গিয়েই এই এনএসসি অ্যাকাউন্ট খোলা যায়। বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়। তবে সেই সুদের টাকা প্রতি বছর হাতে পাওয়া যায় না। বিনিয়োগকারীরা একেবারে মেয়াদ পূর্তির সময়েই সম্পূর্ণ সুদ-সহ টাকা হাতে পান। NSC র মেয়াদ ৫ বছর।

কারা এনএসসি অ্যাকাউন্ট খুলতে পারবেন?
পোস্ট অফিসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তিই নিজের নামে এনএসসি অ্যাকাউন্ট খুলতে পারেন। পাশাপাশি, সর্বোচ্চ তিন জন প্রাপ্তবয়স্ক একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। ১০ বছরের বেশি বয়সের নাবালকরাও নিজের নামে এনএসসি অ্যাকাউন্ট খুলতে পারে। নাবালক বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তির হয়ে তাঁদের অভিভাবক NSC অ্যাকাউন্ট খুলতে পারেন।

NSC তে মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হয়?
মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট ১,০০০ টাকা। তার পর ১০০ টাকার গুণিতকে যত খুশি টাকা জমা দেওয়া যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। একেবারে সহজভাবে বললে, পাঁচ বছর পরে, ৭.৭ শতাংশ সুদের হারে ১,০০০ টাকা বিনিয়োগ করলে ম্যাচিউরিটিতে ১,৪৪৯ টাকা ফেরত পাবেন। 

Advertisement

Income Tax এ ছাড়ও পাবেন
NSC তে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে আয়কর আইনের 80C ধারায় ছাড় পাওয়া যায়। তবে এই সুবিধা শুধুমাত্র পুরনো কর ব্যবস্থার ক্ষেত্রেই প্রযোজ্য। NSC থেকে প্রাপ্ত সুদের টাকা করযোগ্য।বিনিয়োগকারীর প্রযোজ্য স্ল্যাব অনুযায়ী করের আওতায় পড়বেন।

কেউ যদি NSC তে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন?
যদি কেউ এনএসসি-তে ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তা কত দিনে দ্বিগুণ হতে পারে? ৭.৭ শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দিয়ে হিসাব করা যাক।

হিসাব বলছে, এই টাকা প্রায় দ্বিগুণ হতে সময় লাগবে আনুমানিক ৯ থেকে ১০ বছর। কারণ, পাঁচ বছরে ২ লক্ষ টাকা বেড়ে হয় প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকার মতো। অর্থাৎ, এক টার্মেই টাকা দ্বিগুণ হয় না। টাকা পুরোপুরি দ্বিগুণ করতে হলে দ্বিতীয় মেয়াদে ফের বিনিয়োগ করতে হবে। ফলে দীর্ঘমেয়াদি, নিরাপদ বিনিয়োগ খুঁজছেন এমন মধ্যবিত্ত সঞ্চয়কারীদের কাছে এনএসসি বেশ লোভনীয়। তবে মনে রাখবেন, এতে কিন্তু কর প্রযোজ্য়। তা সত্ত্বেও, ১০ বছর পর যদি আপনার হাতে ডবল টাকা জমে যায়, তা মন্দ নয়। অন্তত সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখার থেকে এটি ঢের ভাল। 

POST A COMMENT
Advertisement