Post Office RD Calculator 2025: মাত্র ৩৩ টাকা করে জমিয়েই ৭০ হাজার টাকা রিটার্ন! পোস্ট অফিসের মালামাল স্কিম

Post Office RD Calculator: পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিম সঞ্চয়ের জন্য খুব ভাল অপশন। সংসারের চাপে আজকাল অনেকেরই আর মাসের শেষে টাকা জমানো হয় না। তাই এই পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করে রাখলে ধীরে ধীরে টাকা জমতে থাকবে।

Advertisement
Post Office এর দারুণ স্কিম, মাত্র ৩৩ টাকা করে জমিয়েই ৭০ হাজার টাকা রিটার্নPost Office RD স্কিমে কত রিটার্ন পাবেন?
হাইলাইটস
  • পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিম সঞ্চয়ের জন্য খুব ভাল অপশন।
  • সংসারের চাপে আজকাল অনেকেরই আর মাসের শেষে টাকা জমানো হয় না।
  • তাই এই পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করে রাখলে ধীরে ধীরে টাকা জমতে থাকবে।

Post Office RD Calculator: পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিম সঞ্চয়ের জন্য খুব ভাল অপশন। সংসারের চাপে আজকাল অনেকেরই আর মাসের শেষে টাকা জমানো হয় না। তাই এই পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করে রাখলে ধীরে ধীরে টাকা জমতে থাকবে। প্রতি মাসের শুরুতেই একটি নির্দিষ্ট অঙ্ক জমা করে দিলেই নিশ্চিন্ত। দীর্ঘমেয়াদে সুদ সহ ভাল অঙ্কের রিটার্ন পাবেন। পোস্ট অফিস আরডি স্কিমে যে শুধু টাকাই জমবে, তাই নয়। এর পাশাপাশি সেভিংসের উপর সুদও পাবেন। ভারত সরকারের ডাক বিভাগ বা ইন্ডিয়া পোস্ট এই আরডি স্কিম চালায়। ফলে বিনিয়োগ একেবারে সিকিওর। ফলে আপনাআপনিই সেভিংসের অভ্যাস তৈরি হয়ে যাবে। 

পোস্ট অফিসে RD অ্যাকাউন্ট খোলার শর্তাবলী

  • প্রাপ্তবয়স্ক হতে হবে
     
  • জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বাধিক তিন জন প্রাপ্তবয়স্ক হতে হবে (জয়েন্ট এ বা জয়েন্ট বি ফরম্যাটে)
     
  • নাবালকের ক্ষেত্রে অভিভাবকের কনসেন্ট
     
  • মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ক্ষেত্রেও অভিভাবকের কনসেন্ট
     
  • ১০ বছর বা তার বেশি বয়সী নাবালকরা নিজের নামেই অ্যাকাউন্ট খুলতে পারবেন

এছাড়াও, একাধিক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। এক্ষেত্রে একটা আইডিয়া দেওয়া যাক। ধরুন ৫ বছর পর আপনি বাড়ি রঙ করাবেন। আবার ৫ বছর পর একটি নতুন মোটরসাইকেলও কিনবেন। সেক্ষেত্রে দু'টি RDতে টার্গেট করে মাসে মাসে টাকা জমাতে থাকবেন। 

মিনিমাম কত টাকা করে জমাতে হবে?

  • মাসে মিনিমাম ১০০ টাকা জমাতে হবে।
     
  • এর বেশি হলে ১০-এর গুণিতকে করতে পারেন।
     
  • এই নিয়মে মাসে মাসে সামান্য টাকা জমিয়েও ভবিষ্যতে বড় অঙ্কের সঞ্চয় তৈরি করা সম্ভব।

পোস্ট অফিস RD ক্যালকুলেটর ২০২৫
ধরা যাক, প্রতি মাসে আপনি ১,০০০ করে জমা করা শুরু করলেন। টানা ৫ বছর ধরে প্রতি মাসের শুরুতেই RD অ্যাকাউন্টে ১,০০০ টাকা জমা হতে থাকল। দিনে মাত্র ৩৩.৩৩ টাকা। এই টাকা এমনিই সাধারণ মানুষের খরচ হয়ে যায়। এটাই যদি জমাতে থাকেন, তাহলে কত রিটার্ন পাবেন?

মোট ইনভেস্টমেন্ট: ₹৬০,০০০

সুদের হার: ৬.৭% (ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হারে সুদ)

ম্যাচিওরিটি অ্যামাউন্ট: ₹৭১,৩৬৯

সুদবাবদ আয়: ₹১১,৩৬৯

অর্থাৎ, পাঁচ বছর পর হাতে প্রায় ১১ হাজার টাকারও বেশি সুদ পাবেন। দিনে মাত্র ৩৩ টাকা করে জমিয়েই যে ৭১ হাজার টাকা পাওয়া যায়, তা কখনও ভাবতে পেরেছিলেন?

মনে রাখবেন, অ্যাকাউন্ট খোলার পর থেকে ম্যাচিওরিটি হতে মিনিমাম ৫ বছর লাগবে।চাইলে এটিকে আরও ৫ বছরের জন্য বাড়ানো যাবে।  

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Advertisement

POST A COMMENT
Advertisement