Post Office Scheme: রোজ বাঁচান ২০০ টাকা,মিলবে পুরো ১০ লাখ, পোস্ট অফিসের এই স্কিমটা দারুণ

Post Office Scheme: কেন্দ্রীয় সরকারের সিকিউরিটির অধীনে হওয়ায় এই স্কিমে কোনও বাজারঝুঁকি নেই। সুদের হার স্থির, বছরে ৬.৭ শতাংশ। ন্যূনতম ১০০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়।

Advertisement
রোজ বাঁচান ২০০ টাকা,মিলবে পুরো ১০ লাখ, পোস্ট অফিসের এই স্কিমটা দারুণ

Post Office Scheme: পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা আরডি এখন ছোট সঞ্চয়ে নিরাপদ ভরসা হয়ে উঠছে। দিনে মাত্র ২০০ টাকা করে জমালেই মাসে ৬,০০০ টাকা ডিপোজিট হয়। এই নিয়মে টানা ১০ বছর জমাতে পারলে মোট টাকার পরিমাণ ১০ লক্ষ টাকারও বেশি দাঁড়ায়।

কেন্দ্রীয় সরকারের সিকিউরিটির অধীনে হওয়ায় এই স্কিমে কোনও বাজারঝুঁকি নেই। সুদের হার স্থির, বছরে ৬.৭ শতাংশ। ন্যূনতম ১০০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়। ১৮ বছরের বেশি বয়সী যে কেউ নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। এই স্কিমের প্রাথমিক মেয়াদ ৫ বছর। চাইলে আরও ৫ বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

এই আরডির অন্যতম সুবিধা, এক বছর পর থেকেই জমা রাখা টাকার উপর ঋণ পাওয়া যায়। অ্যাকাউন্ট হোল্ডার চাইলে নিজের জমার ৫০ শতাংশ পর্যন্ত লোন নিতে পারবেন, মাত্র ২ শতাংশ বাড়তি সুদে। তিন বছর পূর্ণ হলে আগাম বন্ধ করার সুযোগও আছে। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি স্কিমটি চালিয়ে যেতে পারে বা ব্যালেন্স তুলে নিতে পারে। এমন সুবিধাও রয়েছে।

হিসেব অনুযায়ী, মাসে ৬,০০০ টাকা জমালে ৫ বছরে মোট জমা পড়ে ৩,৬০,০০০ টাকা। এর ওপর সুদ পাওয়া যায় প্রায় ৬৮,১৯৭ টাকা। ফলে ম্যাচিউরিটি ভ্যালু দাঁড়ায় ৪,২৮,১৯৭ টাকা। আরও ৫ বছর বাড়িয়ে একই হারে জমা চালালে মোট মূলধন দাঁড়ায় ৭,২০,০০০ টাকা এবং মোট সুদ প্রায় ২,০৫,১৩১ টাকা। শেষে ১০ বছরে পুরো ম্যাচিউরিটি পাওয়া যায় প্রায় ১০,২৫,১৩১ টাকা।
 

 

POST A COMMENT
Advertisement