Money Tips: রোজ 30 টাকা জমিয়েই 50,000 রিটার্ন, POST OFFICE এর দুর্দান্ত স্কিম

Post Office RD Scheme: ৩০ টাকা। আজেবাজে খরচ হয়ে যায়। কিন্তু ধরুন, সেই ফালতু খরচ ছেড়ে দিলেন। বরং সামান্য টাকাটুকুই Invest করতে শুরু করলেন। কী হবে? দেখতে দেখতে জমে যাবে ৫০,০০০ টাকা! শুনে অবাক লাগছে? হিসাবটা খুব সহজ।

Advertisement
রোজ 30 টাকা জমিয়েই 50,000 রিটার্ন, POST OFFICE এর দুর্দান্ত স্কিমPost Office এর রেকারিং ডিপোজিট (RD Scheme) দিয়ে অল্প সময়েই এটা সম্ভব।
হাইলাইটস
  • সামান্য টাকাটুকুই Invest করতে শুরু করলেন।
  • দেখতে দেখতে জমে যাবে ৫০,০০০ টাকা!
  • শুধুমাত্র নিজের জমানো টাকাই নয়, মোটা হারে সুদও পাবেন।

Post Office RD Scheme: ৩০ টাকা। আজেবাজে খরচ হয়ে যায়। কিন্তু ধরুন, সেই ফালতু খরচ ছেড়ে দিলেন। বরং সামান্য টাকাটুকুই Invest করতে শুরু করলেন। কী হবে? দেখতে দেখতে জমে যাবে ৫০,০০০ টাকা! শুনে অবাক লাগছে? হিসাবটা খুব সহজ। Post Office এর রেকারিং ডিপোজিট (RD Scheme) দিয়ে অল্প সময়েই এটা সম্ভব। আসলে আজকাল অনেকেরই মাস শেষে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়। সেক্ষেত্রে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (RD) করতে পারেন। অল্প অল্প করে টাকা জমবে। বাজে খরচ থেকে বাঁচবে। মাইনে হলেই টাকা হিসাব করে সেই অ্যাকাউন্টে চলে যাবে। ব্য়স! আর চিন্তা নেই। এবার আসুন, একটু হিসাব করে নেওয়া যাক। পোস্ট অফিসে RD তে বার্ষিক সুদের হার ৬.৭০ শতাংশ। সুদ ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়। ধরুন আপনি ৫০,০০০ টাকা জমাতে চান।

ধরা যাক, কেউ প্রথমে পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট খুললেন। ৫,০০০ টাকা জমাও করলেন। এরপরে প্রতিদিন ৩০ টাকা করে সঞ্চয়ের প্ল্যান করলেন। বাস্তবে পোস্ট অফিসে Daily টাকা জমার ব্যবস্থা নেই। তবে দিনে ৩০ টাকা মানে মাসে প্রায় ৯০০ টাকা। সেই ৯০০ টাকাই যদি মাসের শুরুতে একসঙ্গে আরডিতে জমা দেওয়া যায়, তাহলেই হবে।

এ ক্ষেত্রে মোট হিসাবটা দাঁড়াচ্ছে এ রকম,
শুরুতে এককালীন জমা: ৫,০০০ টাকা
টার্গেট: ৫০,০০০ টাকা

প্রতি মাসে যদি ৯০০ টাকা করে জমা হয়, তা হলে সুদ বাদ দিয়ে এমনিতে ৪৫,০০০ টাকা তুলতে প্রায় ৫০ মাস সময় লাগবে। অর্থাৎ, প্রায় ৪ বছর।

কিন্তু এখানে সুদের হিসাবটাও প্রযোজ্য। পোস্ট অফিস আরডিতে ৬.৭০ শতাংশ হারে সুদ। ত্রৈমাসিক ভিত্তিতে যোগ হয়। ফলে প্রতি মাসে যে টাকা জমছে, তার উপর ধীরে ধীরে সুদের অঙ্ক বাড়তে থাকে। সময় যত এগোয়, চক্রবৃদ্ধি সুদের প্রভাব ততই স্পষ্ট হয়। 

ফলে সেভাবে হিসাব করলে ৩ বছর ৯ মাস থেকে ৪ বছরের মধ্যেই মোট জমা ও সুদ মিলিয়ে প্রায় ৫০,০০০ টাকায় পৌঁছে যাওয়া সম্ভব। অর্থাৎ, শুধুমাত্র নিজের জমানো টাকাই নয়, মোটা হারে সুদও পাবেন। ফলে কম সময়েই টাকা জমিয়ে ফেলবেন।

Advertisement

এই হিসাব থেকেই স্পষ্ট, প্রতিদিন মাত্র ৩০ টাকা আলাদা করে রাখলেও হবে। অন্তত একেবারে কিছুই না জমানোর থেকে অন্তত ভাল। পারলে আরও বেশিও জমাতে পারেন। বিশেষত যাঁরা ভাল বেতন পান, বা বাড়িতে বাবা-মা সংসার চালান, বিশেষ খরচাপাতি হয় না; তাঁদের এই বিষয়ে ভাবা উচিত। চাকরিজীবনের শুরুতেই কয়েক লাখ টাকা জমিয়ে ফেলতে পারলে আর্থিকভাবে অনেকটাই নিরাপত্তা বোধ তৈরি হয়। এই ধরনের সহজ, ডিটেইলড Financial Tips পেতে নজর রাখুন bangla.aajtak.in এ। 

POST A COMMENT
Advertisement