Post Office Scheme: মাত্র ৫ হাজার ঢাললেই ৮ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন, Post Office-এর দুর্দান্ত স্কিম

শেয়ার বাজারে লোকসানের কারণে, বেশিরভাগ মানুষ এখন নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। তারা কম ঝুঁকি নিয়ে ভালো মুনাফা অর্জন করতে চান। পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় স্কিম বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগে নিশ্চিত আয় প্রদান করে। এর আওতায় অনেক স্কিম অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বিনিয়োগ করে প্রচুর অর্থ সংগ্রহ করতে পারবেন।

Advertisement
মাত্র ৫ হাজার ঢাললেই ৮ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন, Post Office-এর  দুর্দান্ত স্কিমপোস্ট অফিস স্কিম

শেয়ার বাজারে লোকসানের কারণে, বেশিরভাগ মানুষ এখন নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। তারা কম ঝুঁকি নিয়ে ভালো মুনাফা অর্জন করতে চান। পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় স্কিম বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগে নিশ্চিত আয় প্রদান করে। এর আওতায় অনেক স্কিম অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বিনিয়োগ করে প্রচুর অর্থ সংগ্রহ করতে পারবেন।

এর মধ্যে একটি হল রেকারিং ডিপোজিট স্কিম (RD স্কিম), যার মেয়াদ ৫ বছর। নিকটতম যেকোনও পোস্ট অফিসে গিয়ে পোস্ট অফিস রিকারিং ডিপোজিট স্কিমে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০০ টাকা থেকে এতে বিনিয়োগ শুরু করতে পারেন। পোস্ট অফিস আরডির মেয়াদ পাঁচ বছর, তবে যদি এই সময়কাল শেষ হওয়ার আগে অ্যাকাউন্টটি বন্ধ করতে চান, তাহলে এই সঞ্চয় প্রকল্পেও এই সুবিধাটি পাওয়া যাবে।

চমৎকার সুদ
বিনিয়োগকারী ৩ বছর পর প্রি-ম্যাচিওর ক্লোজার পেতে পারেন। এতে ঋণের সুবিধাও দেওয়া হয়। অ্যাকাউন্টটি এক বছর সক্রিয় থাকার পর, জমার পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ হিসেবে নেওয়া যাবে। তবে ঋণের সুদের হার সুদের হারের চেয়ে ২ শতাংশ বেশি। এই স্কিমের সুদের কথা বলতে গেলে, আরডি স্কিমের সুদের হার ৬.৮ শতাংশ।

৫ হাজার টাকা ৮ লক্ষেরও বেশি হবে
পোস্ট অফিস আরডিতে বিনিয়োগ এবং সুদের হিসাব করলে, এই স্কিমে প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করলে, তারপর এর মেয়াদপূর্তির সময়কালে অর্থাৎ পাঁচ বছরে, মোট ৩ লক্ষ টাকা জমা করবেন। এর উপর ৬.৭ শতাংশ হারে সুদ যোগ করলে ৫৬,৮৩০ টাকা যোগ হবে। অর্থাৎ পাঁচ বছরে মোট ফান্ড হবে ৩,৫৬,৮৩০ টাকা।

যদি আরডি অ্যাকাউন্টটি আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেন, তাহলে ১০ বছরে জমা করা পরিমাণ হবে ৬,০০,০০০ টাকা। এর ফলে, ৬.৭ শতাংশ হারে এই আমানতের সুদের পরিমাণ হবে ২,৫৪,২৭২ টাকা। যদি এভাবে দেখা যায়, তাহলে ১০ বছরের মধ্যে মোট জমা হওয়া ফান্ড হবে ৮,৫৪,২৭২ টাকা।

Advertisement

POST A COMMENT
Advertisement