Post Office RD Scheme: ইন্টারেস্টেই পাবেন একগাদা টাকা, Post Office-এর এই ধামাকা স্কিম সম্পর্কে জানুন

ভবিষ্যতকে মাথায় রেখেই জীবনে এগতে হবে। তাহলেই থাকবেন সুরক্ষিত। কোনও বিপদ আপনাকে কাবু করে ফেলতে পারবে না। তাই এখন থেকেই বিনিয়োগ শুরু করুন। চালু করুন সেভিংস। তবে মুশকিল হল, অনেকেই ঝুঁকি নিতে চান না। তারা সেফ থাকতে চান। আর তাদের জন্য পোস্ট অফিসের একাধিক স্কিম হল দারুণ জায়গা। আর আজ আমরা এমনই একটা স্কিম নিয়ে কথা বলব।

Advertisement
ইন্টারেস্টেই পাবেন একগাদা টাকা, Post Office-এর এই ধামাকা স্কিম সম্পর্কে জানুনপোস্ট অফিসের স্কিম
হাইলাইটস
  • ভবিষ্যতকে মাথায় রেখেই জীবনে এগতে হবে
  • কোনও বিপদ আপনাকে কাবু করে ফেলতে পারবে না
  • পোস্ট অফিসের একাধিক স্কিম হল দারুণ জায়গা

ভবিষ্যতকে মাথায় রেখেই জীবনে এগতে হবে। তাহলেই থাকবেন সুরক্ষিত। কোনও বিপদ আপনাকে কাবু করে ফেলতে পারবে না। তাই এখন থেকেই বিনিয়োগ শুরু করুন। চালু করুন সেভিংস। তবে মুশকিল হল, অনেকেই ঝুঁকি নিতে চান না। তারা সেফ থাকতে চান। আর তাদের জন্য পোস্ট অফিসের একাধিক স্কিম হল দারুণ জায়গা। আর আজ আমরা এমনই একটা স্কিম নিয়ে কথা বলব।

এটি একটি রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD Scheme)। এই স্কিমে টাকা রাখলে আপনি বেশ ভাল পরিমাণ টাকাই পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে। এমনকী শুধু সুদ হিসেবেই পেতে পারেন লক্ষ টাকা।

আর সবথেকে বড় কথা হল, এটি একটি ঝুঁকিহীন স্কিম। তাই যারা রিস্ক নিতে চান না, তাদের জন্য এটা ভাল স্কিম হতে পারে। এক্ষেত্রে প্রতিমাসে মাত্র ৫ হাজার টাকা করে জমা রাখুন। তাতেই আপনি সেভ করে ফেলতে পারেন ৮ লাখ টাকা। শুধুমাত্র ইন্টারেস্ট হিসাবেই পেতে পারেন ২.৫৪ লক্ষ টাকা।

এই স্কিমে আপনি ফিক্সড ডিপোজিটের থেকে বেশি টাকা পাবেন। এটাতে ৬.৭ শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ পাবেন বলে জানা গিয়েছে।

হিসেবটা জেনে নিন

এই পোস্ট অফিস রেকিরিং ডিপোজিট স্কিমটা সম্পর্কে জানা খুবই সহজ। আপনাকে মাত্র ৫ হাজার টাকা করে প্রতি মাসে জমিয়ে যেতে হবে। এর ম্যাচুরিটি পিরিয়ড হল ৫ বছর। এর মাধ্যমে আপনি জমিয়ে ফেলবেন ৩ লক্ষ টাকা। এছাড়া ৬.৭ শতাংশ হারে সুদ পাবেন। যার ফলে মোট দাঁড়াবে ৩৫৬,৮৩০ টাকা।

এরপর আপনাকে আরও ৫ বছরের জন্য আরডি বাড়াতে হবে। এর ফলে আপনার টাকা দ্রুত গতিতে বাড়তে থাকবে। যার ফলে ১০ বছরে ৬০০০০০ টাকায় পৌঁছে যাবে আপনার বিনিয়োগ। ইন্টারেস্ট পাবেন ২৫৪২৭২ টাকা। ১০ বছর পর আপনি পেয়ে যাবে ৮৫৪২৭২ টাকা। আর এই টাকাটা কোনও ঝুঁকি না নিয়েই আপনি পেয়ে যাবেন। তাই ভাবতেই পারেন এই স্কিমটা করার কথা। তবে তার আগে অবশ্যই একবার নিজে রিসার্চ করুন। প্রয়োজনে নিন বিশেষজ্ঞের পরামর্শ।

Advertisement

 

POST A COMMENT
Advertisement