
Post Office RD Scheme:নিরাপদ বিনিয়োগের জায়গা খুঁজলে অনেকের প্রথম পছন্দই থাকে পোস্ট অফিস। সামান্য মাসিক জমাতেই এখানে তৈরি করা যায় বড় অঙ্কের তহবিল। তার উপর রয়েছে সরকারি নিরাপত্তার নিশ্চয়তা। এই কারণে পোস্ট অফিসের রিকারিং ডিপোজিট বা আরডি স্কিম প্রতি বছরই মাঝারি ও নিম্ন আয়ের সঞ্চয়কারীদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে।
বর্তমানে পোস্ট অফিস আরডি-তে সুদের হার ৬.৭%। যাঁরা খুব বেশি ঝুঁকি নিতে চান না কিন্তু ব্যাংকের তুলনায় কিছুটা বেশি রিটার্ন চান, তাঁদের জন্য এই হার যথেষ্ট আকর্ষণীয়। বিশেষত মাসে নির্দিষ্ট অঙ্ক জমা করার সুবিধা থাকায় নিয়মিত সঞ্চয়ের অভ্যাসও তৈরি হয়।
ধরা যাক, মাসে ৫,০০০ টাকা জমা করলেন। ৫ বছরে মোট বিনিয়োগ হবে ৩ লক্ষ টাকা। এই সময়ের মধ্যে ৬.৭% সুদে আনুমানিক ৫৬,৮৩০ টাকা সুদ পাওয়া যাবে। অর্থাৎ মেয়াদ শেষে হাতে আসবে প্রায় ৩,৫৬,৮৩০ টাকা। চাইলে আবার দ্বিতীয় দফায় আরও ৫ বছরের জন্য বাড়ানো যায়।
আরডি ১০ বছর ধরে চালালে জমার পরিমাণ দাঁড়ায় ৬ লক্ষ টাকায়। সেই সময়ে সুদ জমবে প্রায় ২,৫৪,২৭২ টাকা। অর্থাৎ মোট ফান্ড হয়ে দাঁড়াবে প্রায় ৮,৫৪,২৭২ টাকা। এই হিসেব থেকেই পরিষ্কার, ছোট ছোট মাসিক সঞ্চয় ভবিষ্যতে বড় অঙ্কে পরিণত হতে পারে।
এই স্কিমের অন্যতম বড় সুবিধা, মাত্র ১০০ টাকা দিয়েই অ্যাকাউন্ট খোলা যায়। দেশের যে-কোনও পোস্ট অফিসেই খুব সহজে খোলা যায় এই অ্যাকাউন্ট। আবার প্রয়োজনে মেয়াদ শেষের আগেই অ্যাকাউন্ট বন্ধ করার অপশনও রয়েছে, যা অনেক স্কিমেই পাওয়া যায় না।
তাছাড়া প্রয়োজন পড়লে এই জমার ওপর ঋণ তোলার সুবিধা রয়েছে। ফলে মাঝেমধ্যে আর্থিক সমস্যার সময়েও আরডি-র টাকা কাজে লাগানো যায়। সব মিলিয়ে কম ঝুঁকি, নিয়মিত সঞ্চয় ও সরকারি নিশ্চয়তা। একেই আরও জনপ্রিয় করেছে।