Post Office এ MIS, NSC, কিষাণ বিকাশ পত্রে Interest কত? রইল তালিকা

Post Office Savings Interest Rates 2026: পোস্ট অফিসের বিভিন্ন সেভিংস স্কিমে সুদের হার কত? পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সুকন্যা সমৃদ্ধি যোজনা; সবক'টিরই আলোচনা করা হল এই প্রতিবেদনে।

Advertisement
Post Office এ MIS, NSC, কিষাণ বিকাশ পত্রে Interest কত? রইল তালিকাপাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সুকন্যা সমৃদ্ধি যোজনা; সবক'টিরই আলোচনা করা হল এই প্রতিবেদনে।
হাইলাইটস
  • পোস্ট অফিসের বিভিন্ন সেভিংস স্কিমে সুদের হার কত?
  • পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সুকন্যা সমৃদ্ধি যোজনায় রেট কত?
  • সুদের হার কমার আগে এই ৩ মাসের মধ্যেই বিনিয়োগ করুন।

Post Office Savings Schemes Interest Rates 2026: পোস্ট অফিসের বিভিন্ন সেভিংস স্কিমে সুদের হার কত? পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সুকন্যা সমৃদ্ধি যোজনা; সবক'টিরই আলোচনা করা হল এই প্রতিবেদনে। উল্লেখ্য, এই নিয়ে টানা সাতবার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার Unchanged রেখেছে কেন্দ্রীয় সরকার। ফলে সুদের হার কমার আগে এই ৩ মাসের মধ্যেই বিনিয়োগ করুন।

গত বুধবার অর্থ মন্ত্রকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৮.২ শতাংশই থাকছে। তিন বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার অপরিবর্তিত। সুদের হার ৭.১ শতাংশ। জনপ্রিয় সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও কোনও বদল হয়নি। পিপিএফে সুদের হার থাকছে ৭.১ শতাংশ। পোস্ট অফিস সেভিংস ডিপোজিটে সুদের হার ৪ শতাংশই বজায় রাখা হয়েছে।

কিষাণ বিকাশ পত্রের সুদের হারও অপরিবর্তিত। সেখানে সুদের হার ৭.৫ শতাংশ। বিনিয়োগের মেয়াদ ১১৫ মাস। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে রিটার্নের হার ৭.৭ শতাংশই থাকছে।

মাসিক আয় প্রকল্পেও(মান্থলি ইনকাম স্কিম বা, MIS) কোনও বদল করা হয়নি। আগের ত্রৈমাসিকের মতোই চতুর্থ ত্রৈমাসিকেও মাসিক আয় প্রকল্পে সুদের হার ৭.৪ শতাংশ থাকছে। চলতি আর্থিক বছরের শেষ তিন মাসেও সেই হারই কার্যকর হবে।

কেন্দ্রীয় সরকার প্রতি ত্রৈমাসিকে ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে। তার পর বিজ্ঞপ্তি জারি করা হয়। এ ক্ষেত্রেও সেই নিয়মই মানা হয়েছে বলে জানিয়েছে পিটিআই।

বর্তমানে পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কত? আসুন এক নজরে তা দেখে নেওয়া যাক।

  • পোস্ট অফিস সেভিংস ডিপোজিটে সুদের হার ৪ শতাংশ।
     
  • এক বছরের টাইম ডিপোজিটে(TD) ৬.৯ শতাংশ। দু’বছরের ক্ষেত্রে ৭ শতাংশ। তিন বছরের ক্ষেত্রে ৭.১ শতাংশ। পাঁচ বছরের টাইম ডিপোজিটে সুদের হার ৭.৫ শতাংশ।
     
  • পাঁচ বছরের রিকারিং ডিপোজিটে(RD) সুদের হার ৬.৭ শতাংশ। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৮.২ শতাংশ।
     
  • মান্থলি ইনকাম স্কিম(MIS) ৭.৪ শতাংশ।
     
  • ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে(NSC) ৭.৭ শতাংশ।
     
  • পাবলিক প্রভিডেন্ট ফান্ডে(PPF) ৭.১ শতাংশ।
     
  • কিষাণ বিকাশ পত্রে(KVP) ৭.৫ শতাংশ।
     
  • সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও (SSY) সুদের হার ৮.২ শতাংশই থাকছে।

২০২৬ সালে টাকা বাড়ানোর প্ল্যান করতে চান? তাহলে এই প্রতিবেদনটি পড়ুন(CLICK HERE)।

POST A COMMENT
Advertisement