Post Office Scheme: একবার টাকা ঢাললে সুদই মিলবে ২ লাখ, পোস্ট অফিসের আশ্চর্য স্কিম

পোস্ট অফিস হল একটি সরকারি সংস্থা। আর এখানে এমন কিছু স্কিম আছে, যেগুলি ভাল রিটার্ন দেয়। অল্প অল্প টাকা রেখে পাওয়া যায় বড় মূলধন। আর এমনই একটি স্কিম হল পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। এই স্কিমে আপনি একবার টাকা রেখে ২ লাখ টাকার বেশি ইন্টারেস্ট হিসেবে পেতে পারেন।

Advertisement
একবার টাকা ঢাললে সুদই মিলবে ২ লাখ, পোস্ট অফিসের আশ্চর্য স্কিমপোস্ট অফিসের স্কিম
হাইলাইটস
  • পোস্ট অফিস হল একটি সরকারি সংস্থা
  • এখানে এমন কিছু স্কিম আছে, যেগুলি ভাল রিটার্ন দেয়
  • এই স্কিমে আপনি একবার টাকা রেখে ২ লাখ টাকার বেশি ইন্টারেস্ট হিসেবে পেতে পারেন

অনেকেই ঝুঁকি নিতে চান না। বরং তাঁরা চেষ্টা করেন সুরক্ষিত জায়গায় টাকা রাখার। আর পোস্ট অফিস হল এমন একটি জায়গা যেখানে সুরক্ষিতভাবে টাকা রাখা যায়। পাশাপাশি মেলে ভাল রিটার্ন। 

আসলে পোস্ট অফিস হল একটি সরকারি সংস্থা। আর এখানে এমন কিছু স্কিম আছে, যেগুলি ভাল রিটার্ন দেয়। অল্প অল্প টাকা রেখে পাওয়া যায় বড় মূলধন। আর এমনই একটি স্কিম হল পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। এই স্কিমে আপনি একবার টাকা রেখে ২ লাখ টাকার বেশি ইন্টারেস্ট হিসেবে পেতে পারেন।

৭.৭ শতাংশ ইন্টারেস্ট পাবেন
বর্তমানে সকলেই একটা বড় অংশের মানুষ এমন জায়গায় টাকা রাখতে চান, যেখান থেকে ভাল রিটার্ন মিলতে পারে। পাশাপাশি টাকাটা সুরক্ষিত থাকে। আর তেমনই একটা ভাল বিনিয়োগের জায়গা হল পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। এই স্কিমে সরকারের পক্ষ থেকে ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়। আর সবথেকে বড় কথা, এই স্কিমে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়। আর ম্যাচুরিটির পরে এই সমস্ত সুদ এবং বিনিয়োগের টাকা একবারে তুলে দেওয়া হয়। 

তবে এই স্কিমের একটা বিশেষ শর্ত রয়েছে। এই স্কিমে বিনিয়োগ করতে চাইলে ৫ বছরের জন্য টাকাটা লক-ইন করে দিতে হবে। তারপরই আপনি ইন্টারেস্ট পাবেন।

এই স্কিমের কয়েকটি সেরা বিষয়...

  • ১০০০ টাকা দিয়েও এই স্কিমটা শুরু করতে পারেন
  • এই স্কিমে টাকা রাখার কোনও ম্যাক্সিমাম লিমিট নেই, আপনি যত বেশি ইনভেস্ট করবেন, তত বেশি মিলবে রিটার্ন
  • এনএসসি স্কিমে ছোটদের অ্যাকাউন্টও খুলতে পারেন
  • ১০ বছরের কম বয়সী বাচ্চাদের অ্যাকাউন্ট বাবা-মায়ের সঙ্গে খোলা হয়
  • অনলাইনেই এই স্কিমে টাকা রাখতে পারেন
  • এই স্কিমে টাকা রাখলে ৫ বছর পর পাবেন রিটার্ন

এই ভুলটা করলে লস হবে
আপনি চাইলে ৫ বছরের আগেও টাকাটা তুলে নিতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার বড়সড় লস হতে পারে। আপনি শুধু যতটা টাকা বিনিয়োগ করেছেন, সেটাই পাবেন রিটার্ন। তাই অন্তত ৫ বছরের জন্য টাকাটা ইনভেস্ট করতে হবে। 


আপনার আশপাশের কোনও পোস্ট অফিসে গিয়েই এই স্কিমটা চালু করতে পারেন। তাতেই কাজ হবে। আর একটা কথা বলে রাখি, সেকশন ৮০সি-তে আপনি ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেতে পারেন এই স্কিমে।

ইন্টারেস্টের হিসেবটা জেনে নিন...
ধরুন আপনি  একবারে ৫ লক্ষ টাকা এতে ইনভেস্ট করলেন। তার উপর ৭.৭ শতাংশ হারে পাচ্ছেন সুদ। এবার ৫ বছর বাদে আপনার টাকাটা হয়ে যাবে ৭২৪৫১৭ টাকা। অর্থাৎ ইন্টারেস্টে পেয়ে গেলেন ২২৪৫১৭ টাকা। তাই এই হিসেব মেনে বিনিয়োগ করে ফেলুন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement