
Post Office SCSS: অবসর গ্রহণের পর নিয়মিত আয়ের নিশ্চয়তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। সেই চিন্তা অনেকটাই দূর করতে পারে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)। এই প্রকল্পে বিনিয়োগ করলে বয়স্ক নাগরিকরা নিরাপদভাবে ভালো সুদ পেতে পারেন। সঠিক অঙ্ক বিনিয়োগ করলে বছরে প্রায় ২ লক্ষ ৪৬ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব।
এই স্কিম মূলত ৬০ বছর বা তার বেশি বয়সিদের জন্য তৈরি। অবসরপ্রাপ্ত কর্মীরাও নির্দিষ্ট শর্তে এতে বিনিয়োগ করতে পারেন। এখানে এককালীন টাকা জমা রেখে সুদের মাধ্যমে নিয়মিত আয় করা যায়। প্রাথমিক মেয়াদ ৫ বছর হলেও চাইলে পরে আরও সময় বাড়ানো সম্ভব।
কীভাবে আয় করবেন এই স্কিমে
SCSS-এ টাকা জমা রাখলে তার উপর নির্দিষ্ট হারে সুদ দেওয়া হয়। এই সুদই হল বিনিয়োগকারীর আয়। প্রথমে ৫ বছরের জন্য অ্যাকাউন্ট খোলা হয়। মেয়াদ শেষে চাইলে আরও ৩ বছরের জন্য একবার এক্সটেনশন নেওয়া যায়।
এই স্কিমের তিনটি বড় সুবিধা
এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল উচ্চ সুদের হার। পাশাপাশি এটি সরকারি প্রকল্প হওয়ায় জমা টাকার নিরাপত্তা নিশ্চিত। তৃতীয় সুবিধা হিসেবে রয়েছে আয়কর ছাড়, যা অবসরপ্রাপ্তদের জন্য বিশেষভাবে লাভজনক।
কত টাকা বিনিয়োগ করা যাবে
এই স্কিমে ন্যূনতম ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। বর্তমানে SCSS-এ সুদের হার ৮.২ শতাংশ।
কীভাবে বছরে ২.৪৬ লক্ষ টাকা আয় সম্ভব
যদি কেউ সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৫ বছরে ৮.২ শতাংশ হারে মোট সুদ হবে প্রায় ১২,৩০,০০০ টাকা। এই সুদ ৫ বছরে ভাগ করলে বছরে প্রায় ২,৪৬,০০০ টাকা আয় করা সম্ভব।
ত্রৈমাসিকে সুদ পাবেন
এই স্কিমে সুদ দেওয়া হয় প্রতি তিন মাসে একবার। ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি ত্রৈমাসিকে প্রায় ৬১,৫০০ টাকা সুদ পাওয়া যায়। মাসিক হিসেবে ধরলে আয় দাঁড়ায় প্রায় ২০,৫০০ টাকা।
কর সুবিধার নিয়ম
SCSS-এ বিনিয়োগ করলে আয়কর আইনের ধারা 80C অনুযায়ী কর ছাড় পাওয়া যায়। তবে প্রাপ্ত সুদের উপর কর দিতে হবে। সুদের অঙ্ক নির্দিষ্ট সীমা ছাড়ালে TDS কাটা হতে পারে।
কতবার মেয়াদ বাড়ানো যাবে
৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর এই অ্যাকাউন্ট একবার ৩ বছরের জন্য এক্সটেন্ড করা যায়। মেয়াদ শেষ হওয়ার ১ বছরের মধ্যে পোস্ট অফিসে নির্দিষ্ট ফর্ম জমা দিয়ে এক্সটেনশন নিতে হবে। বর্ধিত মেয়াদেও তখনকার নির্ধারিত সুদের হারই প্রযোজ্য হবে।