পোস্ট অফিস স্কিমসুরক্ষিত বিনিয়োগ এবং দুর্দান্ত রিটার্নের দিক থেকে পোস্ট অফিসের স্কিমগুলি মধ্যবিত্তের কাছে অত্য়ন্ত জনপ্রিয়। সেভিংস করে নিজের কষ্টার্জিত অর্থ থেকে ভাল রিটার্ন পেতে পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করতে উদ্যোগী সাধারণ মানুষ। ডাকঘরে শিশু, মহিলা, যুব ও প্রবীণদের জন্য একাধিক প্রকল্প রয়েছেয যাতে বিনিয়োগ করে রিটার্ন পাওয়ার গ্যারান্টি দেয় খোদ সরকার। এমনই একটি স্কিম হল পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম। এতে বিনিয়োগ করে কেবলমাত্র সুদের মাধ্যমেই ২ লক্ষ টাকা রোজগারের সুযোগ রয়েছে।
সুদ থেকেই রোজগার
পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে আলাদা আলাদা সময়সীমার জন্য বিনিয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পরিমাণ সুদের অফার রয়েছে। এই সরকারি প্রকল্পে এক বছরের বিনিয়োগে ৬.৯%, ২ বছরের বিনিয়োগে ৭%, ৩ বছরের বিনিয়োগে ৭.১% এবং ৫ বছরের বিনিয়োগে সরকারের তরফে ৭.৫% সুদ মিলবে। অর্থাৎ বিনিয়োগকারী নিজের হিসেবে বিনিয়োগের সময়সীমা বেছে নিতে পারবেন এবং দুর্দান্ত রিটার্ন পাবেন।
২ লক্ষ টাকা রোজগারের সুযোগ
সুদ থেকে আয়ের এই স্কিমটি মধ্যবিত্ত বিনিয়োগকারীর কাছে লোভনীয়। ৫ বছরের সময়সীমা বেছে নিয়ে আপনাকে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। ৭.৫% সুদের হিসেবে পেয়ে যাবেন ২ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। ম্যাচিওরিটির পর ৫ লক্ষের জায়গায় হাতে আসবে ৭ লক্ষ ২৪ হাজার ৯৭৪ টাকা। অর্থাৎ সুদের মাধ্যমেই লক্ষ লক্ষা টাকা আয়ের সুযোগ রয়েছে এই স্কিমে।
ঝুঁকিবিহীন বিনিয়োগ, কর মকুবেরও সুযোগ
পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে ঝুঁকির হার শূন্য। এটি সম্পূর্ণরূপে ভারত সরকার দ্বারা স্বীকৃত। ৫ বছরের বিনিয়োগে আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১-র সেকশন ৮০সি অনুযায়ী, কর মকুবেরও লাভ পাবেন।
এতে ন্যূনতম ১ হাজার টাকা বিনিয়োগে অ্যাকাউন্ট খোলা যাবে। সর্বোচ্চ বিনিয়োগের অ্যামাউন্টের কোনও লিমিট নেই। সিঙ্গল কিংবা জয়েন্ট, যে কোনও ধরনের অ্যাকাউন্টই খোলা যাবে এই স্কিমে। পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে ১০ বছরের বেশি বয়সের শিশুদের অ্যাকাউন্টও খোলা যাবে।