অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আন্দোলন অব্যাহত। আজ ভারত বনধের ডাক দিয়েছে বামদলগুলি-সহ বিভিন্ন সংগঠন। সেইমতো সকাল থেকে বিভিন্ন জায়গায় রাস্তায় নামতেও দেখা গিয়েছে বনধ সমর্থনকারীদের। যদিও নীতিগতভাবে বনধের বিরোধিতা করেছে রাজ্য সরকার। এমনকি রাজ্যকে সচল রাখতে তৎপরও হয়েছে নবান্ন। হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন-সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেইদিকে কড়া নজর রাখা হয়েছে।
এদিকে এই পরিস্থিতিতে গত কয়েকদিনের মতো আজ সোমবারও বেশকিছু ট্রেন বাতিল ও একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে পূর্ব রেল। সেক্ষেত্রে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল-
ট্রেন নম্বর ট্রেনের নাম
১৩৪০১ ভাগলপুর-দানাপুর এক্সপ্রেস
১৫৫৫৩ ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস
১৩২৪১ বাঙ্কা-রাজেন্দ্র নগর (টি) এক্সপ্রেস
১৫২৩৩ কলকাতা-দারভাঙ্গা এক্সপ্রেস
১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস
১৩১৩৭ কলকাতা-আজমগড় এক্সপ্রেস
১৩৪১৯ ভাগলপুর-মজফফরপুর এক্সপ্রেস
অন্যদিকে যে ট্রেনগুলির যাত্রা সময়সূচি পরিবর্তন করা হয়েছে সেগুলি হল-
১. ২২৯৪৮ ভাগলপুর-সুরাট এক্সপ্রেস সকাল ৬টা ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৫টায় ছাড়বে।
২. ১২৩০৩ হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস সকাল ৮টার পরিবর্তে দুপুর ২টো ৫ মিনিটে ছাড়বে।
৩. ১২৩৭১ হাওড়া-বিকানের এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৫টায় ছাড়বে।
৪. ১২২৭৩ হাওড়া-নয়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস সকাল ৮টা ৩৫ মিনিটের পরিবর্তে দুপুর ৩টে ৫-এ ছাড়বে।
৫. ১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস বেলা ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে দুপুর ৩টেয় ছাড়বে।
৬. ১২৩৬৭ ভাগলপুর-আনন্দ বিহার (টি) বিক্রমশীলা এক্সপ্রেস বেলা ১১টা ৫০ মিনিটের পরিবর্তে সন্ধ্যে ৬টায় ছাড়বে।
৭. ১৩০২৫ হাওড়া-ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস দুপুর ১২টা ৩৫ মিনিটের পরিবর্তে ২টো ৩৫-এ ছাড়বে।
৮. ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস দুপুর ১টার পরিবর্তে দুপুর ৩টে ১৫ মিনিটে ছাড়বে।
৯. ২২৩১৭ শিয়ালদহ-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস দুপুর ১টা ১০ মিনিটের পরিবর্তে বিকেল ৪টেয় ছাড়বে।
১০. ০৯৪৫২ ভাগলপুর-গান্ধীধাম স্পেশাল ভোর ৫টার পরিবর্তে সন্ধ্যে ৭টায় ছাড়বে।
এছাড়া ১৩৪০৯ মালদা টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জ পর্যন্ত যাবে এবং ১৩৪১০ কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সাহিবগঞ্জ থেকেই ছাড়বে।
আরও পড়ুন - সাইকেল থেকে পড়ে গেলেন জো বাইডেন, দেখুন VIDEO