scorecardresearch
 

Ration Card Correction: রেশন কার্ডে প্রচুর ভুল? তুড়ি মেরে বাড়ি বসেই সংশোধন করুন

Ration Card Bhul Sanshodhan: রেশন কার্ড (Ration Card Status Check) আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। এটার মাধ্যমে আমরা প্রতি মাসে নির্দিষ্টি পরিমাণে রেশন পায়। তবে, অনেকেরই রেশন কার্ডে নানা তথ্য ভুল থাকে। নাম, বাবার নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স সহ বিভিন্ন ধরনের ভুল থাকে।

Advertisement
Ration card correction Ration card correction
হাইলাইটস
  • অনেকেরই রেশন কার্ডে নানা তথ্য ভুল থাকে
  • নাম, বাবার নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স সহ বিভিন্ন ধরনের ভুল থাকে

Ration Card Bhul Sanshodhan: রেশন কার্ড (Ration Card Status Check) আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। এটার মাধ্যমে আমরা প্রতি মাসে নির্দিষ্টি পরিমাণে রেশন পায়। তবে, অনেকেরই রেশন কার্ডে নানা তথ্য ভুল থাকে। নাম, বাবার নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স সহ বিভিন্ন ধরনের ভুল থাকে। এগুলো সংশোধন করে নেওয়া প্রয়োজন। অনেকেই জানেন না কীভাবে রেশন কার্ডের ভুল সংশোধন করা যায়।

আজকে আমরা জানাব কীভাবে আপনি রেশন কার্ডের তথ্যে থাকা ভুল সংশোধন (Ration Card Correction) করতে পারবেন। এর জন্য কোথাও যেতে হবে না। বাড়ি বসেই কম্পিউটার বা মোবাইলে বা কোনও সাইবার ক্যাফে থেকেই ঠিক করতে পারবেন অনলাইনে। তাও আবার বিনামূল্যে। রেশন কার্ডের ভুল সংশোধনের জন্য কোনও টাকা দিতে হবে না কাউকে। অনেকেই ভাবেন ব্লক অফিসে বা খাদ্য দপ্তরের অফিসে ভুল সংশোধন করতে হবে। না, বর্তমানে অনলাইন নির্ভর হয়ে যাওয়ায় খাদ্য দপ্তরের অফিসে বা কোথাও গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে রেশন কার্ডের ভুল সংশোধন করবেন।

কীভাবে অনলাইনে কাজটি করবেন:

  • খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে (https://food.wb.gov.in/) যান৷
  • ওয়েবসাইটে গিয়ে 'CITIZEN HOME' মেনুতে ক্লিক করুন।
  • পরের পেজে 'Ration card Related Corner' মেনুকে ক্লিক করুন।
  • পরের পেজে 'Self Service through Aadhaar' মেনুতে ক্লিক করুন বা 'আধারের মাধ্যমে স্ব-সেবা মেনুতে ক্লিক করুন।
  • পরের পেজে গিয়ে Rectify / Update বা 'আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন' এর মেনুতে ক্লিক করুন।
  • পরের পেজে Ration Card No / রেশন কার্ড নম্বর তে ক্লিক করুন।
  • বক্সে রেশন কার্ড নম্বর দিয়ে Search/সন্ধান করুন।
  • নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা এই পাঁচটি তথ্যের মধ্যে যেটি যেটি সংশোধন করতে চান তার পাশের চেক বক্সে টিক দিন এবং আধার অনুমোদনের চেক বক্সেও টিক দিন। এবার Send OTP/OTP পাঠান তে ক্লিক করতে হবে। আপনার আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে OTP যাবে।
  • আপনার আধার লিঙ্কড মোবাইলে প্রাপ্ত ৬ নম্বরের আধার OTP টি টাইপ করুন।
  • আধার থেকে আসা তথ্যে 'Verify and Submit's এ ক্লিক করুন।
  • নাম, বয়স ও লিঙ্গ সংশোধনের ক্ষেত্রে আধার থেকে আগত তথ্য দেখাবে এবার আপনি Yes / হ্যাঁ তে ক্লিক করুন।
  • ঠিকানা সংশোধনের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান করুন এবং সবশেষে Yes / হ্যাঁ তে ক্লিক করুন।
  • অভিভাবকের নাম সংশোধনের ক্ষেত্রে অভিভাবকের তথ্য প্রদান করুন এবং সবশেষে Yes / হ্যাঁ তে ক্লিক করুন।
  • 'Your data successfully updated / আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে' আসবে।
  • রেশন কার্ডের তথ্য সংশোধন হয়ে গিয়েছে, আপনি এখন আপনার e-DRC ডাউনলোড করে নিতে পারেন।

Advertisement

Advertisement