রাজ্যের খাদ্যদফতর নতুন সংশোধিত কন্ট্রোল অর্ডার জারি করেছে, যার ফলে রেশন কার্ডের নিষ্ক্রিয়করণের সময়সীমা বাড়ানো হয়েছে। এর আগে কোনও রেশন গ্রাহক তাঁর নামে বরাদ্দ খাদ্যশস্য টানা দু’মাস না নিলে কার্ড নিষ্ক্রিয় করা হতো। নতুন নিয়ম অনুযায়ী, এখন এই সময়সীমা ছ'মাস করা হয়েছে।
নিষ্ক্রিয় কার্ড তিন মাসের মধ্যে ফের চালু করার সুযোগ থাকছে। তবে কার্ড পুনরায় চালু করতে হলে গ্রাহককে ‘ই-কেওয়াইসি’ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যা আধারের বায়োমেট্রিক ব্যবহার করে করা হয়।
খাদ্যদফতরের নতুন পূর্ণাঙ্গ কন্ট্রোল অর্ডারে বলা হয়েছে, টানা ছমাস খাদ্য না নিলে কার্ড সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। সেই পরিস্থিতিতে নতুন রেশন কার্ডের জন্য গ্রাহককে পুনরায় আবেদন করতে হবে। নিষ্ক্রিয়করণের আগে কার্ডের স্থিতি এবং পুনঃচালু সংক্রান্ত নিয়মে কোনও পরিবর্তন হয়নি।
রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, অসুস্থতা বা সাময়িক বাইরে থাকার কারণে অনেক গ্রাহক রেশন তুলতে পারতেন না। আগের নিয়মে দুই মাসেই কার্ড নিষ্ক্রিয় হওয়ায় তাদের জন্য ফের কার্ড চালু করা বেশ ঝামেলার হত। নতুন নিয়মে ছয় মাস সময় বাড়ায় গ্রাহকদের সুবিধা হবে। তবে সংগঠন আশা করছে, কার্ড নিষ্ক্রিয় করার আগে সংশ্লিষ্ট গ্রাহককে ফোন বা চিঠি মারফত আগে জানানো হোক। বর্তমানে অনেক সময় গ্রাহক দোকানে গিয়ে গিয়ে জানতে পারেন যে তাঁর কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে, যা ডিলারের সঙ্গে ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়।