Royal Enfield Hunter 350 2025: দেখতে দেখতে ৩ বছর পেরিয়ে গেল। হান্টার ৩৫০ এর মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে।২০২২ সালে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাজারে এসেছিল। খুব অল্প সময়েই যুবসমাজের মন জিতে নিয়েছে রয়্যাল এনফিল্ডের এই বাইক। ভারতে ইতিমধ্যেই ৫ লক্ষেরও বেশি হান্টার ৩৫০ বিক্রি হয়েছে। আর তারপরেই এল বড় আপডেট। আগামিকাল ২০২৫ সালের আপডেটেড মডেল লঞ্চ হতে চলেছে।
নতুন হান্টার ৩৫০ মডেলে আপগ্রেডেড এলইডি হেডলাইট রয়েছে। এই একই হেডলাইট রয়্যাল এনফিল্ডের আরও কিছু বাইকে এর আগেই ব্যবহার হয়েছে। গোল শেপের মধ্যেই ভিতরে এলইডি। নিও-রেট্রো লুক।
থাকছে আগের তুলনায় আরও ভাল রিয়ার সাসপেনশন। আগের মডেলে পিছনের সাসপেনশন অত্যধিক শক্ত ছিল বলে অনেক ক্রেতাই অভিযোগ করেছিলেন। এর ফলে হ্যান্ডেলিং ভাল হলেও খারাপ রাস্তায় বড্ড ঝাঁকুুনি হত। নতুন মডেলে সেই সমস্যার সমাধান হতে পারে বলে আশা করা হচ্ছে।
নতুন কিছু রঙের বিকল্পও থাকছে এই মডেলে।
বর্তমানে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর দাম শুরু হয় ১.৫০ লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ দাম ১.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। নতুন ২০২৫ মডেলে সামান্য দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ইঞ্জিনে খুব বেশি পরিবর্তন থাকছে না। আগের মতোই থাকবে J-সিরিজের ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে পাওয়া যাবে ২০.২ বিএইচপি পাওয়ার এবং সর্বোচ্চ ২৭ এনএম টর্ক। সঙ্গে থাকছে ৫-স্পিড গিয়ারবক্স।
৩৫০ সিসির অন্যান্য মডেলেও এই ইঞ্জিন ব্যবহার করা হয়, তবে হান্টার ৩৫০-র সঙ্গে সামঞ্জস্য রাখতে ফুয়েল এবং ইগনিশন ম্যাপিং-এ কিছু পরিবর্তন করা হয়েছে।
ব্রেকিং সিস্টেমে সামনে ৩০০ মিমি ডিস্ক এবং পেছনে ২৭০ মিমি ডিস্ক। সাসপেনশনে থাকবে ৪১ মিমি টেলিস্কোপিক ফর্ক, যার সঙ্গে থাকছে ফর্ক গেটার। পিছনে থাকবে ৬-স্টেপ প্রি-লোড অ্যাডজাস্টমেন্টযুক্ত শক অ্যাবজরবার।
সিকিউরিটি আরও বাড়াতে, বাইকের ভ্যারিয়েন্ট অনুযায়ী সিঙ্গল চ্যানেল অথবা ডুয়াল চ্যানেল এবিএস-এর অপশনও থাকবে।
আগামিকালই অফিসিয়ালি লঞ্চ হচ্ছে ২০২৫ হান্টার ৩৫০। দাম, স্পেসিফিকেশন ও রাইডিং পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই বাইকপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে।