Rule Change February 1: গ্যাস থেকে সিগারেটের দাম, ১ ফেব্রুয়ারি হবে ৫ বদল, জনগণের পকেটে বড় প্রভাব

বছরের প্রথম মাস জানুয়ারি এখন শেষের পথে। হাতে আর মাত্র ২ দিন। তারপরই শুরু ফেব্রুয়ারি। আর ১ ফেব্রুয়ারি রয়েছে দেশের বাজেট। সেই দিনই বেশ কিছু নিয়মেও পরিবর্তন হবে সারা দেশে। এই বদলের প্রভাব পড়বে ভারতের প্রতিটি মানুষের পকেটে। গ্যাসের দাম থেকে শুরু করে সিগারেট এবং পানমশলার দামে বড় বদল আসতে চলেছে। তাই ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যে সব নিয়মে বদল হতে পারে সেগুলি সম্পর্কে আগেভাগে জেনে নিন।

Advertisement
গ্যাস থেকে সিগারেটের দাম, ১ ফেব্রুয়ারি হবে ৫ বদল, জনগণের পকেটে বড় প্রভাব১ ফেব্রুয়ারি নিয়মে বদল
হাইলাইটস
  • ১ ফেব্রুয়ারি রয়েছে দেশের বাজেট
  • গ্যাসের দাম থেকে শুরু করে সিগারেট এবং পানমশলার দামে বড় বদল আসতে চলেছে
  • তাই ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যে সব নিয়মে বদল হতে পারে সেগুলি সম্পর্কে আগেভাগে জেনে নিন

বছরের প্রথম মাস জানুয়ারি এখন শেষের পথে। হাতে আর মাত্র ২ দিন। তারপরই শুরু ফেব্রুয়ারি। আর ১ ফেব্রুয়ারি রয়েছে দেশের বাজেট। সেই দিনই বেশ কিছু নিয়মেও পরিবর্তন হবে সারা দেশে। এই বদলের প্রভাব পড়বে ভারতের প্রতিটি মানুষের পকেটে। গ্যাসের দাম থেকে শুরু করে সিগারেট এবং পানমশলার দামে বড় বদল আসতে চলেছে। তাই ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যে সব নিয়মে বদল হতে পারে সেগুলি সম্পর্কে আগেভাগে জেনে নিন।

এলপিজি সিলিন্ডারের দামে বদল
প্রতি মাসের ১ তারিখ তেল সংস্থাগুলি গ্যাসের দাম ঘোষণা করে। আর ঘটনাক্রমে সেই দিন কেন্দ্রীয় বাজেটে রয়েছে। যার ফলে গ্যাসের দামের দিকে আলাদা করে নজর থাকবে সকলের। অনেকেই মনে করছেন, এ দিন হয়তো কমতে পারে গৃহস্তের গ্যাসের দাম। তাতেই সুরহা হবে সাধারণ মানুষের। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসে ছাড়ের আশায় রয়েছেন ব্যবসায়ীরা। তাই এই দিকে অবশ্যই নজর থাকবে।

সিএনজি, পিএনজি এবং এটিএফ-এর দামে বদল হবে
শুধু এলপিজি গ্যাসের দামই নয়, এর পাশাপাশি বিমানে ব্যবহৃত তেল বা এটিএফ-এর দামে বদল আসতে পারে ১ ফেব্রুয়ারি। যার সঙ্গে বিমান ভাড়ার সরাসরি যোগ রয়েছে। এছাড়া সিএনজি এবং পিএনজি-এর দামেও পরিবর্তন হতে পারে। তাই এদিকেও লক্ষ রাখবেন অনেকেই।

পানমশলা এবং সিগারেটের দামে পরিবর্তন
ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বদলে যেতে পারে সিগারেট ও পানমশলার দাম। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে সেই দিন থেকে পান মশলার উপর বেশি ট্যাক্স নিতে চলেছে সরকার। এই সম্পর্কিত নির্দেশিকাও কিছুদিন আগে বেরিয়ে গিয়েছে। তাতে বলা হয়েছে তামাক এবং পানমশলায় জিএসটি বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, এই সব সামগ্রীর উপর স্বাস্থ্য এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত শুল্কও চাপানো হচ্ছে। যার ফলে এই সব সামগ্রীর দাম বাড়বে বলেই মনে করা হচ্ছে। 

ফাস্ট্যাগের নিয়মে বদল
এখন হাইওয়ের টোলপ্লাজায় ফাস্ট্যাগ ব্যবহার হয়। আর তার নিয়মেও আসছে বদল। এখন থেকে গাড়ি, জিপ এবং ভ্যানের ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি ভ্যারিফিকেশন বন্ধ করতে চলছে ন্যাশনাল হাইওয়ে অথারাটি অব ইন্ডিয়া। যার ফলে সাধারণ মানুষের বড় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

ব্যাঙ্কের ছুটি
নতুন মাসে কত দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে, সেটাও জানা যাবে ১ ফেব্রুয়ারি। আর সেই ছুটির তালিকা দেখেই ব্যাঙ্কে কাজে যেতে হবে। নইলে ফিরে আসতে হবে অকারণে। তাই এই দিকে নজর রাখা খুবই জরুরি।
 

 

POST A COMMENT
Advertisement