Rule Change 1 October: ১ অক্টোবর থেকে নয়া নিয়ম, LPG সিলিন্ডার-PPF-HDFC ব্যাঙ্কে কী বদল? জানুন

আর ক'দিন বাদেই নতুন মাস। শুরু হচ্ছে অক্টোবর। এই মাস মানেই উৎসবের মরশুম। দুর্গাপুজো, দীপাবলির মতো নানা উৎসব রয়েছে। ১ অক্টোবর থেকে দেশে বিভিন্ন নিয়ম বদল হচ্ছে। যার প্রভাব পড়তে পারে হেঁশেলে। আবার আঁচ পড়তে পারে আম-আদমির পকেটেও। এলপিজি সিলিন্ডারের দামের রদবদল যেমন হতে পারে, তেমনই ক্রেডিট কার্ড, সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ অ্যাকাউন্টের নিয়মে বদল হতে পারে। জেনে নিন,  কী কী বদল হতে পারে...

Advertisement
১ অক্টোবর থেকে নয়া নিয়ম, LPG সিলিন্ডার-PPF-HDFC ব্যাঙ্কে কী বদল? জানুন১ অক্টোবর থেকে ৫ বড় বদল।
হাইলাইটস
  • ১ অক্টোবর থেকে দেশে বিভিন্ন নিয়ম বদল হচ্ছে।
  • যার প্রভাব পড়তে পারে হেঁশেলে।
  • এলপিজি সিলিন্ডারের দামের রদবদল হতে পারে।

আর ক'দিন বাদেই নতুন মাস। শুরু হচ্ছে অক্টোবর। এই মাস মানেই উৎসবের মরশুম। দুর্গাপুজো, দীপাবলির মতো নানা উৎসব রয়েছে। ১ অক্টোবর থেকে দেশে বিভিন্ন নিয়ম বদল হচ্ছে। যার প্রভাব পড়তে পারে হেঁশেলে। আবার আঁচ পড়তে পারে আম-আদমির পকেটেও। এলপিজি সিলিন্ডারের দামের রদবদল যেমন হতে পারে, তেমনই ক্রেডিট কার্ড, সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ অ্যাকাউন্টের নিয়মে বদল হতে পারে। জেনে নিন,  কী কী বদল হতে পারে...

এলপিজি গ্যাসের দাম বদলের সম্ভাবনা

প্রতি মাসের প্রথম দিন  এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়। সংশোধিত দাম ১ অক্টোবর সকাল ৬টা থেকে ধার্য করা হতে পারে। সাম্প্রতিক অতীতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে অনেক পরিবর্তন দেখা গেলেও, ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। IOCL-এর ওয়েবসাইটে দেখলে জানা যাবে, দিল্লি, মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১ সেপ্টেম্বর বেড়ে গিয়েছিল। ১ সেপ্টেম্বর থেকে রাজধানী দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬৫২.৫০ টাকা থেকে বেড়ে ১৬৯১.৫০ টাকা হয়েছে। কলকাতায় এই দাম ১৭৬৪.৫০ টাকা থেকে বেড়ে হয়েছিল ১৮০২.৫০ টাকায়। তবে এ বার দীপাবলির আগে গ্যাস সিলিন্ডারের দাম কমবে বলে মনে করা হচ্ছে।

এটিএফ ও সিএনজি-পিএনজির দাম বদল

সারাদেশে মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তনের পাশাপাশি, তেল বিপণন সংস্থাগুলি এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ) এবং সিএনজি-পিএনজির দামও সংশোধন করে।  নতুন দাম ১ অক্টোবরে প্রকাশ করা হতে পারে। 

HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড

HDFC ব্যাঙ্কের কিছু ক্রেডিট কার্ডের লয়্যালটি প্রোগ্রাম পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়মগুলি ১ অক্টোবর থেকে প্রযোজ্য হবে। 

সুকন্যা সমৃদ্ধি যোজনায় বদল

সুকন্যা সমৃদ্ধি যোজনায় নিয়ম বদল করা হতে পারে। নতুন পরিবর্তন ১ অক্টোবর থেকে কার্যকর করা হতে পারে। এবার থেকে শুধুমাত্র কন্যাদের আইনি অভিভাবকরা এই অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে পারবেন। নতুন নিয়ম অনুসারে, যদি কোনও কন্যার SSY অ্যাকাউন্টটি এমন কোনও ব্যক্তি খুলে থাকেন যিনি তার আইনগত অভিভাবক নন, তবে তাঁকে এই অ্যাকাউন্টটি বাবা-মা বা আইনি অভিভাবকের কাছে স্থানান্তর করতে হবে। তা না করলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।

Advertisement

PPF- এ ৩ বদল

পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে পরিচালিত পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) প্রকল্পে তিনটি বড় পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তন ১ অক্টোবর থেকে কার্যকর হবে৷ ২১ আগস্টে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে অর্থনৈতিক বিষয়ক বিভাগ নতুন নিয়ম সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে। যার অধীনে পিপিএফ-এর তিনটি নতুন নিয়ম কার্যকর করা হবে। এর আওতায় একাধিক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও, এই ধরনের অনিয়মিত অ্যাকাউন্টগুলিতে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট (POSA) সুদ প্রদান করা হবে যতক্ষণ না ব্যক্তি (অপ্রাপ্তবয়স্ক) অ্যাকাউন্ট খোলার যোগ্য না হন।

POST A COMMENT
Advertisement