LPG, UPI, বেতন থেকে আধার, ১ জানুয়ারি থেকে ৯ বড় বদল

২০২৫ সাল শেষের পথে। নতুন বছর শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। ১ জানুয়ারি, ২০২৬ থেকে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ও পকেটে।

Advertisement
LPG, UPI, বেতন থেকে আধার, ১ জানুয়ারি থেকে ৯ বড় বদল
হাইলাইটস
  • ২০২৫ সাল শেষের পথে।
  • নতুন বছর শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি।

২০২৫ সাল শেষের পথে। নতুন বছর শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। ১ জানুয়ারি, ২০২৬ থেকে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ও পকেটে। এলপিজি গ্যাসের দাম, আধার-প্যান লিঙ্ক, ইউপিআই, বেতন কমিশন থেকে শুরু করে গাড়ির দাম, সবেতেই পরিবর্তনের সম্ভাবনা। এক নজরে দেখে নেওয়া যাক ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলা ৯টি বড় পরিবর্তন।

১) প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক

প্যান ও আধার লিঙ্ক করার সময়সীমা ডিসেম্বরেই শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না হলে ১ জানুয়ারি থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আইটিআর ফাইল, রিফান্ড, ব্যাঙ্কিং পরিষেবা বা সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যায় পড়তে হতে পারে।

২) UPI, সিম ও মেসেজিং পরিষেবায় কড়াকড়ি

ডিজিটাল জালিয়াতি রুখতে UPI লেনদেন এবং সিম যাচাইকরণ আরও কঠোর করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমেও প্রতারণা ঠেকাতে নতুন নিয়ম কার্যকর হতে পারে।

৩) এফডি ও ঋণের সুদের হারে পরিবর্তন

এসবিআই, পিএনবি, এইচডিএফসি-সহ একাধিক ব্যাঙ্ক ঋণের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নতুন স্থায়ী আমানতের (FD) সুদের হারেও বদল আসতে পারে, যা সঞ্চয়কারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে।

৪) এলপিজি সিলিন্ডারের দাম

প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারিত হয়। ১ জানুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম বাড়তেও পারে, কমতেও পারে। ডিসেম্বর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও নতুন বছরে কী হবে, সেদিকেই নজর।

৫) CNG, PNG ও ATF-এর দাম

১ জানুয়ারি থেকে CNG, PNG এবং বিমান জ্বালানি (ATF)-এর দামেও সংশোধন হতে পারে। ATF-এর দামের পরিবর্তনে বিমানযাত্রার খরচেও প্রভাব পড়তে পারে।

৬) নতুন আয়কর আইনের প্রস্তুতি

নতুন আয়কর আইন পুরোপুরি কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে। তবে জানুয়ারি থেকেই নতুন আইটিআর ফর্ম ও নিয়মাবলি জানানো হতে পারে। এর ফলে কর ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Advertisement

৭) অষ্টম বেতন কমিশন

৭ম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর, ২০২৫। আশা করা হচ্ছে, ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে। যদিও বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে, তবে বেতন ও পেনশন সংশোধনের প্রস্তুতি শুরু হয়ে যাবে।

৮) কৃষকদের জন্য নতুন নিয়ম

প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পেতে কিছু রাজ্যে ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক হতে পারে। এছাড়া, ফসল বীমা প্রকল্পে বন্যপ্রাণীর ক্ষতির রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে জানালে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকবে।

৯) গাড়ির দাম বাড়তে পারে

নিসান, বিএমডব্লিউ, এমজি মোটর, রেনল্ট, অ্যাথার এনার্জির মতো সংস্থাগুলি ১ জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। দাম বাড়তে পারে ৩,০০০ টাকা থেকে শুরু করে ৩ শতাংশ পর্যন্ত। টাটা মোটরস ও হোন্ডাও মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছে।
 

 

POST A COMMENT
Advertisement