‘সবুজসাথী’ প্রকল্পের ১১তম পর্যায়ের সাইকেল বিতরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তাঁর ঘোষণা, '২০২৫ সালে সরকারি স্কুলের নবম শ্রেণির সাড়ে ১২ লক্ষ ছাত্রছাত্রী সবুজসাথীর সাইকেল পাবে।' মুখ্যমন্ত্রী এ-ও জানিয়েছেন, এর জন্য সরকারের খরচ হবে আনুমানিক ৫২৫ কোটি টাকা। কীভাবে পাওয়া যায় সবুজসাথীর সাইকেল?
২০১৫-১৬ সালে চালু হয়েছিল মমতা সরকারের সবুজসাথী প্রকল্প। বিগত ১০ বছরে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৩৮ লক্ষের বেশি সাইকেল প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য সরকারের খরচ হয়েছে ৪ হাজার ৭৩০ কোটি টাকা।
স্কুলে আসার ক্ষেত্রে যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয়, সে জন্যই এই প্রকল্প চালু করা হয়। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত এবং প্রত্যন্ত এলাকায় থাকে, তাদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য এই প্রকল্পে সাইকেল দেওয়া হয়।
কীভাবে মিলবে সবুজসাথী-র সাইকেল?
এই প্রকল্পে সাইকেল পাওয়ার জন্য আলাদা করে আবেদন করতে হয় না। বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা নবম শ্রেণিতে উঠলে সবুজসাথীর সাইকেল পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হন।
> তবে সাইকেল পেতে গেলে বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে।
> প্রকল্পের সুবিধা পাবে কেবলমাত্র সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।
> অবশ্যই আবেদনকারী পড়ুয়াকে এরাজ্যের বাসিন্দা হতে হবে।
> সবুজসাথীর সাইকেল স্কুল থেকেই দেওয়া হয়। স্কুলের তরফেই নাম পাঠানো হয় প্রশাসনের কাছে। তাই প্রথমেই স্কুলের প্রধানশিক্ষক বা দায়িত্ব প্রাপ্ত শিক্ষকের সঙ্গেই যোগাযোগ করতে হবে।
সাইকেল না পেলে কোথায় অভিযোগ জানাবেন?
ওয়েবসাইট https://wbsaboojsathi.gov.in/v2/-এ ক্লিক করুন। একটি অভিযোগ জানানোর ফর্ম পওয়া যাবে। সেখানে অভিযোগকারীর নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে হবে। কী বিষয়ে অভিযোগ জানাতে চান সেটাও সিলেক্ট করতে হবে। লেখার জায়গায় বিস্তারিত লিখে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও চাইলে কোনও নথিও আপলোড করতে পারেন। সবশেষে সেভ বটনে ক্লিক করুন। জমা পড়ে যাবে আপনার অভিযোগ। সমস্যার সমাধান হলে আপনার যোগাযোগ নম্বরে তথ্য চলে আসবে।