Galaxy A07, Galaxy F07 এবং Galaxy M07 4G লঞ্চ করল Samsung। প্রতিটিই বাজেট ফোন। ফিচার্স ও মডেল প্রায় একই রকম। খালি স্পেসিফিকেশন আলাদা। সেই অনুযায়ী দাম। এই প্রতিবেদনে সেই বিষয়েই সহজে জানতে পারবেন। শুরুতেই জানিয়ে রাখি, এই তিনটি স্মার্টফোনেই ৬.৭ ইঞ্চি HD LCD ডিসপ্লে পাবেন। মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর রয়েছে। ৫০ এমপি রিয়ার ক্যামেরা এবং ৫০০০ mAh ব্যাটারি রয়েছে। আসুন, এক নজরে এই ফোনগুলির দাম এবং অন্যান্য ফিচার্স জেনে নেওয়া যাক।
দাম কত?
Samsung Galaxy A07 4G এর দাম 8,999 টাকা। লঞ্চ করেছে। ফোনটি তিনটি রঙের অপশনে পাবেন, কালো, সবুজ এবং হালকা ভায়োলেট। অনলাইনে Samsung এর অফিসিয়াল স্টোর থেকে কিনতে পারবেন। অন্যদিকে, Galaxy F07 এর দাম 7,699 টাকা। এই ফোনটি শুধুমাত্র একটি রঙের অপশনেই পাবেন, সবুজ। Flipkart থেকে কিনতে পারবেন।
অন্যদিকে Galaxy M07 4G এর দাম 6,999 টাকা। শুধুমাত্র Amazon এ পাবেন। 4GB RAM এবং 64GB স্টোরেজ অপশনে পাবেন।
স্পেসিফিকেশন
এই তিনটি স্যামসাং ফোনেই একই ফিচার্স রয়েছে। প্রতিটি ডিভাইসে 90Hz রিফ্রেশ রেটের 6.7 ইঞ্চি HD+ PLS LCD ডিসপ্লে।
Galaxy A07, Galaxy F07 এবং Galaxy M07, তিনটি ফোনেই মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর রয়েছে। এই প্রসেসরে হয় তো হেভি গেমিং করতে পারবেন না। তবে নিত্যদিনের কাজকর্ম বা হালকা গেমিংয়ের জন্য ঠিক আছে।
তিনটি ফোনেই ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ ২ TB পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড 15 বেসড ওয়ান ইউআই 7 আছে।
তিনটি ফোনেই একই ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৫০০০ এমএএইচ ব্যাটারি। ২৫ ওয়াট চার্জিং সাপোর্ট আছে। তিনটি ফোনেই ৪জি সাপোর্ট রয়েছে।