SBI Fixed Deposit: স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে ৭.৫৫% পর্যন্ত সুদ, কত বছরে?

নির্দিষ্ট দুই মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই দুই ক্ষেত্রেই সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এক বছরের এফডিতে, এসবিআই স্থায়ী আমানতে সুদের হার (এফডি) ১০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৭ শতাংশ ধার্য করেছে(নন-সিনিয়র সিটিজেন)।

Advertisement
স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে ৭.৫৫% পর্যন্ত সুদ, কত বছরে?

Fixed Deposit Interest Rate: নির্দিষ্ট দুই মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই দুই ক্ষেত্রেই সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এক বছরের এফডিতে, এসবিআই স্থায়ী আমানতে সুদের হার (FD) ১০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৭ শতাংশ করেছে(নন-সিনিয়র সিটিজেন)।

অন্যদিকে দুই থেকে তিন বছরের এফডিতে,  এসবিআই সুদের হার ৭ শতাংশ থেকে কমিয়ে ৬.৯ শতাংশ করেছে।

উল্লেখ্য, ১-২ বছরের  স্থায়ী আমানতের (এফডি) উপর প্রবীণ নাগরিকদের সুদের হারও কমেছে। আজ থেকে এই মেয়াদে ৭.৩ শতাংশের বদলে, ৭.২০ শতাংশ সুদ মিলবে। ২-৩ বছরের মেয়াদে, প্রবীণ নাগরিকরা আগের ৭.৫ শতাংশের পরিবর্তে আজ থেকে ৭.৪ শতাংশ সুদ পাবেন। 

প্রসঙ্গত, এই ১৫ এপ্রিল থেকেই ৪৪৪ দিনের 'অমৃত বৃষ্টি' ফিক্সড ডিপোজিটে  ৭.০৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। সিনিয়র সিটিজেনরা ৭.৫৫ শতাংশ সুদ পাবেন। অতি প্রবীণ নাগরিকদের জন্য নিয়মমাফিক কিছুটা বেশি রেট। তাঁরা ৭.৬৫ শতাংশ হারে সুদ পাবেন।

অন্যান্য মেয়াদের ক্ষেত্রে সুদের হার আগের মতোই অপরিবর্তিত থাকবে। ৭ থেকে ৪৫ দিনের মেয়াদে ৩.৫ শতাংশ (বয়স্ক নাগরিকদের জন্য ৪ শতাংশ) সুদই বজায় থাকবে। ৪৬ থেকে ১৭৯ দিনের ক্ষেত্রে সুদের হার ৫.৫ শতাংশ (বয়স্ক নাগরিকদের জন্য ৬ শতাংশ) বহাল থাকবে।

২১১ দিন থেকে এক বছরের কম সময়ের ক্ষেত্রে, সুদের হার ৬.৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য ৭ শতাংশ। 

৩-৫ বছরের এফডিতে ৬.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.২৫ শতাংশ সুদ পাবেন।

৫-১০ বছরের এফডিতে ৬.৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫ শতাংশ রেট প্রযোজ্য। 

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

POST A COMMENT
Advertisement