যাঁরা দীর্ঘ সময়ের জন্য টাকা নিরাপদ জায়গায় রাখতে চান, তাঁদের জন্য ভাল।SBI Fixed Deposit: মাত্র ২ লাখ টাকা। অঙ্কটা খুব বড় নয়। কিন্তু এই টাকাই যে যথেষ্ট, তার উদাহরণ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই স্কিম। লং টার্ম বিনিয়োগের পরিকল্পনা থাকলে SBI-র ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমটা ভেবে দেখতে পারেন। সহজ সরকারি স্কিম। ঝুঁকিও কম। নির্দিষ্ট সুদের নিশ্চয়তা। এই স্কিমে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার বছরে 6.05%। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেই হার বেড়ে দাঁড়ায় 7.05% এ। মেয়াদ ৫ বছর থেকে ১০ বছর। অর্থাৎ, যাঁরা দীর্ঘ সময়ের জন্য টাকা নিরাপদ জায়গায় রাখতে চান, তাঁদের জন্য ভাল। এবার মূল অঙ্কে আসা যাক। যদি কেউ সাধারণ গ্রাহক হিসেবে ২ লাখ টাকা ৫ বছরের জন্য এই ফিক্সড ডিপোজিটে রাখেন, তা হলে বছরে ৬.০৫ শতাংশ হারে মোট সুদ দাঁড়ায় প্রায় ৬০ হাজার ৫০০ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে মোট প্রাপ্তির অঙ্ক হবে আনুমানিক ২ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে হিসেবটা আরও একটু বদলে যায়। ৭.০৫ শতাংশ সুদের হারে ২ লাখ টাকা ৫ বছরের জন্য রাখলে মোট সুদ দাঁড়ায় প্রায় ৭০ হাজার ৫০০ টাকা। অর্থাৎ ৫ বছর শেষে মোট প্রাপ্তি হবে প্রায় ২ লাখ ৭০ হাজার ৫০০ টাকা।
দীর্ঘ মেয়াদের কথা ভাবলে হিসেব আরও আকর্ষণীয়। যদি সাধারণ গ্রাহক ২ লাখ টাকা পুরো ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে রাখেন, তা হলে ৬.০৫ শতাংশ হারে মোট সুদ দাঁড়ায় আনুমানিক ১ লাখ ২১ হাজার টাকা। ফলে মেয়াদ শেষে হাতে আসবে প্রায় ৩ লাখ ২১ হাজার টাকা।
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ১০ বছরের শেষে অঙ্কটা আরও বাড়ে। ৭.০৫ শতাংশ সুদের হারে মোট সুদ হয় প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা। অর্থাৎ ২ লাখ টাকার বিনিয়োগ থেকে ১০ বছর পরে মোট প্রাপ্তি দাঁড়ায় প্রায় ৩ লাখ ৪১ হাজার টাকা।
বর্তমান সময়ে যখন শেয়ার বাজার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন, তখন এই ধরনের দীর্ঘমেয়াদি সরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট অনেকের কাছেই নিশ্চিন্তির জায়গা হয়ে ওঠে। বিশেষ করে অবসরপ্রাপ্ত মানুষ বা যাঁরা ভবিষ্যতের জন্য নির্দিষ্ট অঙ্ক নিশ্চিত করে রাখতে চান, তাঁদের কাছে এই স্কিম কার্যত নিরাপদ আশ্রয়।
তবে মনে রাখতে হবে, ফিক্সড ডিপোজিট ভাঙলে নির্দিষ্ট নিয়ম ও শর্ত প্রযোজ্য হতে পারে। সুদের উপর করের বিষয়টিও প্রাসঙ্গিক। তবু সব দিক বিচার করলে, মাত্র ২ লাখ টাকা বিনিয়োগ করে ৫ থেকে ১০ বছরে যে পরিমাণ সুদ পাওয়া যাচ্ছে, তা দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পরিকল্পনায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।