আরও একটি পরিষেবায় খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।SBI online transfer charges: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। এর আগে ATM ট্রানসাকশানের চার্জ বেড়েছিল। এবার আরও একটি পরিষেবায় খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস বা IMPS ব্যবহারে অতিরিক্ত চার্জ বসাতে চলেছে SBI। আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।
এতদিন পর্যন্ত এসবিআই গ্রাহকরা অনলাইন চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে IMPS ট্রান্সফার করতে পারতেন। ব্যবসায়ীরা প্রায়শই এই পরিষেবা ব্যবহার করতেন।কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা পাঠাতে হলে অতিরিক্ত ফি গুনতে হবে। যদিও ব্যাঙ্কের দাবি, সাধারণ বা ছোট অঙ্কের লেনদেনের উপর এই পরিবর্তনের খুব একটা প্রভাব পড়বে না। কারণ, ২৫,০০০ টাকা পর্যন্ত IMPS ট্রান্সফার আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, অনলাইনে IMPS এর মাধ্যমে ২৫,০০০ টাকার বেশি টাকা পাঠালে ধাপে ধাপে চার্জ অ্যাপ্লাই করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, ২৫,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আইএমপিএস লেনদেনের ক্ষেত্রে ২ টাকা চার্জ বসানো হবে। তার সঙ্গে যুক্ত হবে প্রযোজ্য GST।
অন্যদিকে, ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত টাকা পাঠালে ফি বেড়ে দাঁড়াবে ৬ টাকা, সঙ্গে GST।
সবচেয়ে বেশি চার্জ বসবে বড় অঙ্কের লেনদেনে। ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত IMPS ট্রান্সফারের ক্ষেত্রে ১০ টাকা এবং তার সঙ্গে GST গুনতে হবে গ্রাহকদের।
তবে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য। শুধুমাত্র মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা IMPS করলে তবেই এই নতুন চার্জ প্রযোজ্য হবে। যদি কোনও গ্রাহক ব্যাঙ্কের শাখায় গিয়ে IMPS এর মাধ্যমে টাকা পাঠান, সেক্ষেত্রে আগের মতোই চার্জ বহাল থাকবে।
কিন্তু এহেন সিদ্ধান্তের কারণ কী?
SBI এর দাবি, ডিজিটাল ব্যাঙ্কিং সার্ভিসে মেনটেন্যান্স, টেক ডেভেলপমেন্ট এবং অপারেশনাল কস্টের জন্যই এই চার্জ বাড়ানো হচ্ছে। ব্যাঙ্কের বক্তব্য, ডিজিটাল লেনদেন সচল রাখতে এই সিদ্ধান্ত অনিবার্য।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, যাঁরা নিয়মিত বড় অঙ্কের টাকা ডিজিটাল মাধ্যমে ট্রান্সফার করেন তাঁদের উপরই মূলত এই পরিবর্তনের প্রভাব পড়বে। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে রোজকার ট্রানসাকশনে বিশেষ প্রভাব পড়বে না।
তবে টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট চার্জ সম্পর্কে ভালোভাবে জেনে নিন। প্রয়োজনে NEFT বা RTGS এর মতো বিকল্পও বিবেচনা করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের।