SBI vs. Post Office FD: কোথায় ফিক্সড ডিপোজিট করলে লাভ বেশি?

SBI vs. Post Office FD: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি পোস্ট অফিস, কোথায় ফিক্সড ডিপোজিট(Fixed Deposit) করলে বেশি লাভ? সেই প্রশ্নের উত্তর পাবেন এই প্রতিবেদনে। এই রিপোর্টে SBI-এর সর্বশেষ FD Rate পেয়ে যাবেন। সেই সঙ্গে Post Office-এর Rate-ও পাবেন।

Advertisement
SBI নাকি Post Office, কোথায় ফিক্সড ডিপোজিট করলে লাভ বেশি?Bank vs Post Office: ব্যাঙ্ক না পোস্ট অফিস কোথায় সুদ বেশি?
হাইলাইটস
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি পোস্ট অফিস, কোথায় ফিক্সড ডিপোজিট(Fixed Deposit) করলে বেশি লাভ?
  • এই রিপোর্টে SBI-এর সর্বশেষ FD Rate পেয়ে যাবেন।
  • সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখার থেকে ফিক্সড ডিপোজিট করা নিঃসন্দেহে বেশি ভাল।

SBI (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট (FD) করলে কোথায় বেশি লাভ হবে? এই প্রশ্নের উত্তর পাবেন এই প্রতিবেদনে। এখানে পাবেন SBI এবং পোস্ট অফিসের সর্বশেষ FD রেট। আপনি এই তথ্য দেখে সিদ্ধান্ত নিতে পারবেন কোথায় আপনার সুদ (Interest) সবচেয়ে বেশি হবে। তাই পুরো প্রতিবেদনটি পড়ুন।

ফিক্সড ডিপোজিটে কেন বিনিয়োগ করবেন?

সাধারণ সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে সঞ্চয় করা তুলনায় ফিক্সড ডিপোজিট করা অনেক বেশি লাভজনক। অনেকের জন্য শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে কিছু টাকা সুরক্ষিত রাখার জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা অনেক বুদ্ধিমানের কাজ।

SBI Fixed Deposit

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) বিভিন্ন মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিট অফার করে। SBI-তে FD-এর সুদের হার মেয়াদের উপর নির্ভর করে।

  • ১ বছরের মেয়াদে সুদ: ৬.৮%
  • ২ বছরের মেয়াদে সুদ: ৭%
  • ৩ ও ৪ বছরের মেয়াদে সুদ: ৬.৭৫%
  • ৫ বছরের মেয়াদে সুদ: ৬.৫%

Post Office Fixed Deposit

পোস্ট অফিসের টাইম ডিপোজিটও একটি ভাল বিনিয়োগ বিকল্প। গ্রাম ও শহর এলাকায় পোস্ট অফিসে টাকা রাখা একটি সাধারণ অভ্যাস। এটি নিরাপদ এবং নিশ্চিত রিটার্ন দেয়।

২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পোস্ট অফিস FD-তে সুদের হার থাকবে ৬.৭% থেকে ৭.১%।

  • ১ বছরের মেয়াদে সুদ: ৬.৯%
  • ২ বছরের মেয়াদে সুদ: ৭%
  • ৩ বছরের মেয়াদে সুদ: ৭.১%
  • ৫ বছরের মেয়াদে সুদ: ৬.৭%

অর্থ মন্ত্রকের দফতর জানিয়েছে যে, ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে (জানু. ১, ২০২৫ - মার্চ ৩১, ২০২৫) ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত থাকবে।

SBI FD vs. Post Office TD: তুলনা

মেয়াদ SBI পোস্ট অফিস (জানুয়ারি-মার্চ ২০২৫)
১ বছর 6.8% 6.9%
২ বছর 7.0% 7.0%
৩ বছর 6.75% 7.1%
৪ বছর 6.75% -
৫ বছর 6.5% 6.7%

এখন, আপনি নিজেই তুলনা করে সিদ্ধান্ত নিতে পারবেন কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ হবে।

দ্রষ্টব্য: শেয়ার এবং বিনিয়োগ সম্পর্কিত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বিনিয়োগের আগে অবশ্যই ভালভাবে পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য নিন।

POST A COMMENT
Advertisement