
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সোমবার থেকে রানাঘাট-শিয়ালদায় ছুটল ইএমইউ এসি লোকাল ট্রেন। এই প্রথম এসি লোকাল ট্রেন পেল পূর্ব রেল। স্বাভাবিকভাবেই এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করতে যাত্রীদের মধ্যে আগ্রহ চোখে পড়ার মতো। গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ট্রেনটির। আজ সকাল ৮টা ২৯ মিনিট নাগাদ ট্রেনটি রানাঘাট স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশে রওনা হয়।
কোন সময়ে পাবেন রানাঘাট-শিয়ালদা এসি লোকাল ট্রেন?
প্রতিদিন সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট-শিয়ালদার মাঝে একটি এসি লোকাল চলবে। এরপর শিয়ালদা থেকে সন্ধে ৬টা ৫০ মিনিটে এসি লোকাল পাওয়া যাবে।
রানাঘাট-শিয়ালদা এসি লোকাল ট্রেনের সময়সূচি
রানাঘাট- সকাল ৮টা ২৯ মিনিট
নৈহাটি- ৯টা ০৭ মিনিট
ব্যারাকপুর- ৯ টা ২৭ মিনিট
দমদম জংশন- ৯টা ৫১ মিনিট
শিয়ালদা- সকাল ১০টা ১০ মিনিট
রানাঘাট-শিয়ালদা এসি লোকালের ভাড়া কত?
রানাঘাট-শিয়ালদা রুটে আজ থেকে নিয়মিত চলবে ১২ কামরার এসি লোকাল ট্রেন। ন্যূনতম ভাড়া ৩৫ টাকা। সর্বোচ্চ ভাড়া ১২০ টাকা। ১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৩৫ টাকা, ১১-১৫ কিলোমিটার ৪০ টাকা, ১৬-২৫ কিলোমিটার ৬০ টাকা, ২৬-৩৫ কিলোমিটার ৮৫ টাকা, ৩৬-৪৫ কিলোমিটার ৯০ টাকা, ৫১-৫৫ কিলোমিটার ১০০ টাকা, ৫৬-৬৫ কিলোমিটার ১০৫ টাকা, ৬৬-৭০ কিলোমিটার ১১০ টাকা, ৭১-৮০ কিলোমিটার ১২০ টাকা।
প্রতিটি কামরায় থাকছেন টিকিট চেকার। ধার্য মূল্য দিয়ে টিকিট কেটে তবেই এই ট্রেনে চড়া যাবে। আপ ও ডাউন মিলিয়ে এক জোড়া ট্রেন চলবে শিয়ালদা থেকে রানাঘাটের মধ্যে।
কোন রুটে চলবে রানাঘাট-শিয়ালদা এসি লোকাল?
১,১২৬ জন যাত্রীর জন্য বসার ব্যবস্থা রয়েছে। শিয়ালদা-রানাঘাট এসি লোকাল ট্রেনটি বিশেষ কিছু স্টেশনগুলিতে থামবে। এর মধ্যে আছে চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর স্টেশন।
কী কী ব্যবস্থা রয়েছে এই ট্রেনে?
অগ্নি নির্বাপন ব্যবস্থা, আপৎকালীন অবস্থায় গার্ডের সঙ্গে সরাসরি যাত্রীদের সঙ্গে যোগাযোগের জন্য টক ব্যাকিল সিস্টেম, স্লাইডিল ডোর খোলার জন্যে লকিং ব্যবস্থা, অ্যালার্ম ব্যবস্থা, প্রতি কোচে সিসি টিভি ক্যামেরা থাকছে। কামরার দু'পাশেই থাকছে অটোমেটিক সিস্টেমের দরজা। ট্রেনের সামনে ও পিছনের কোচ মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য দু'টি কোচে ৬টি করে ১২টি আসন থাকবে।